সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

বন্যা পীড়িত ১৫০০ পরিবারের পাশে দাঁড়ালো “বড়লেখা সমিতি সিলেট

এবারের শতাব্দীর ভয়াবহ মহাপ্লাবনে উজানের জনপদ বলে পরিচিত বড়লেখার হাজারো মানুষের কোমর ভেঙে গেছে। সব হারিয়ে নি:স্ব হয়ে গেছে কতো শতো মানুষ। উপজেলার সবখানে এখন বিভীষিকার রাত কাটছে দুর্যোগপীড়িত মানুষজনের। দু:স্বপ্ন তাড়া করে ফিরছে দিনের সবকটা মুহূর্ত।

চিরচেনা বড়লেখা উপজেলার সর্বত্র এখন বানের পানিতে লন্ডভন্ড জনপদের বিধ্বস্ত প্রতিকৃতি। বিভীষিকার চিত্র গ্রামগঞ্জ হাটঘাট মাঠজুড়ে। ধনি, গরীব মধ্যবিত্ত, নিম্নবিত্ত প্রায় সকল শ্রেণীর মানুষের হাহাকার চলছে বড়লেখায়।

জন্মভূমির মাটির টানে সিলেটে বসবাসরত এলাকাবাসীর প্রাণপ্রিয় সংগঠন “বড়লেখা সমিতি সিলেট “ও বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র যৌথ উদ্যোগে শনিবার থেকে দুদিন ব্যাপি ১৩০০ পরিবারের মাঝে ফুড প্যাকেট বিতরণ করা হয়।এতে প্রায় ৬০ হাজার মানুষ উপকারভোগ করেছেন।

উজানের অজমির স্কুল থেকে মানবিক এক অভিযাত্রা শুরু হলে সেটা সদর ইউনিয়নের ছিকামহল, সোনাতলা পেরিয়ে হাকালুকি হাওর পারের জনপদে ছড়িয়ে যায়।

৬ জুন শনিবার অজমির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ছিকামহল, সোনাতোলা, হাকালুকি হাওর পারের টেকাহালিসহ কয়েকটি গ্রামে, পাটনা এলাকায়, সুজানগর ইউনিয়নের কয়েকটি গ্রামে ও রাতে হাকালুকি হাওরের কানুনগোবাজারে অতিথিবৃন্দকে নিয়ে সমিতির নেতৃবৃন্দ দুপুর থেকে রাত অবধি ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এদিকে একইভাবে পরদিন রোববার উত্তর শাহবাজপুর ইউনিয়নে, বড়লেখা সদরের গাজিটেকা এলাকায়, দাসের বাজার ইউনিয়নের মহারাণী বারইকান্দি গ্রামসহ আরো কয়েকটি গ্রামে, নিজ বাহাদুর ইউনিয়নে সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে ত্রাণ বিতরণে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ শরীক হন।

দুদিন ব্যাপী ত্রাণ সামগ্রী বিতরণে অংশ নিয়েছেন বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেহ আহমদ জুয়েল, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, নিজ বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাল উদ্দিন, বড়লেখা সমিতি সিলেট এর সাধারণ সম্পাদক দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, সমিতির কোষাধ্যক্ষ ও সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক আবদুল কাদের তাপাদার, বিশিষ্ট সমাজ সেবক সমিতির সহ-সভাপতি আবদুর রহমান শাহীন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম লুলু, সহ-সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল উসমান গণি, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুলফিকার তাজুল, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী জয়নুল ইসলাম মুনিম, কার্যকরি পরিষদ সদস্য আবদুল হাসিব, শাহেদ হোসাইন, এডভোকেট রেদোয়ান আহমদ, সমিতির অন্যতম সদস্য জিয়াউল হক, জিয়াউর রহমান, আবদুল আহাদ, হাসরুল হক ও উপদেষ্টা আবদুশ শুকুর বকুল।

এছাড়াও ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন বড়লেখা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বড়লেখা সমিতির অন্যতম সদস্য জাহিদুল ইসলাম মামুন, বড়লেখা পৌরসভা কাউন্সিলর আবদুল হাফিজ ললন, নারী শিক্ষা একাডেমির প্রভাষক হাসান আহমদ, বড়লেখার প্রাথমিক শিক্ষক সমিতির নেতা মীর মুহিবুর রহমান, ব্যাংক কর্মকর্তা আজিজুল ইসলাম, বড়লেখা মোহাম্মদিয়া মাদ্রাসার ইংরেজীর শিক্ষক তারেক আহমদ, অজমির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুবায়ের আহমদ, আওয়ামী লীগ নেতা লতিফুর রহমান লতু, বড়লেখা ফাউন্ডেশন ইউকের শুভাকাঙ্ক্ষী ও সমন্বয়কারি এস এ শামীম, শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক আতিকুল ইসলাম মুক্তা, সাংবাদিক সুলতান মাহমুদ খান, কামাল আিহমদ, ইউপি সদস্য কবির আহমেদসহ বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের বিশিষ্ট সমাজসেবক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: