সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

চলন্ত ট্রেন থেকে ছিটকে ঢাবি ছাত্রের মৃত্যু

ট্রেন থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহাবুব আদর। বৃহস্পতিবার সকালে পাবনা জেলার পাকশি সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মৃতের চাচা মো. ফরহাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মাহাবুব কুষ্টিয়া ঘুরতে গিয়েছিল। শুনতে পাই ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়ার সময় পাবনার পাকশি সেতু এলাকায় সে জানালা দিয়ে মাথা বের করছিল। তখন সেতুর রেলিংয়ের সাথে ধাক্কা লেগে সে পড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।’

তিনি জানান, মাহাবুবের পরিবারের সদস্যরা সেখানে গেছেন। সন্ধ্যার ভেতর তারা লাশ নিয়ে আসা হবে।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের ১০০৬ নাম্বার কক্ষের আবাসিক শিক্ষার্থী মাহাবুবের বাড়ি জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার সদর ইউনিয়নে। তিন সদস্যের পরিবারে বাবা-মায়ের একমাত্র সন্তান তিনি। তার বাবার হান্নান মিঠু একজন রাজনীতিবিদ।

মাহবুবের এমন আকস্মিক মৃত্যুতে শোকাহত তার সহপাঠীরাও। তার রুমমেট মো. রাহাত শিকদার বলেন, ‘মাহাবুব খুবই ভালো একজন ছেলে ছিল। সে সবসময় হাসিখুশি ও প্রাণবন্ত থাকতো। তার এভাবে হঠাৎ চলে যাওয়া আমরা মেনে নিতে পারছি না।’

এ বিষয়ে হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুর রহমান শোক প্রকাশ করে গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি আমরা শুনতে পেয়েছি। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ সংশ্লিষ্ট সকলকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: