cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
মাঝ আকাশে আবারও দুর্ঘ’টনায় পড়লো ভা’রতীয় বিমান বাহিনীর মিগ-২১ যু’দ্ধবিমান। স্থানীয় সময় শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে রাজস্থানে ভেঙে পড়েছে সবশেষ মিগ-২১ বাইসন।
এ ঘটনায় এরই মধ্যে শোরগোল পড়ে গেছে দেশটিতে। কারণ, চলতি বছরে এ নিয়ে পঞ্চ’মবার দুর্ঘ’টনার মুখে পড়লো ভা’রতীয় যু’দ্ধবিমানগুলো।
ভা’রতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে এক টুইটে জানানো হয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে ওয়েস্টার্ন সেক্টরে প্রশিক্ষণ চলার সময় ভেঙে পড়ে মিগ-২১ যু’দ্ধবিমানটি। এ বিষয়ে ত’দন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
পরে আরেক টুইটে বলা হয়, ওই দুর্ঘ’টনায় উইং কমান্ডার হর্ষিত সিনহা নি’হত হয়েছেন। ভা’রতীয় বিমান বাহিনী ভুক্তভোগী পরিবারের পাশে রয়েছে।
ভা’রতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর অনুসারে, বাইসন হচ্ছে মিগ-২১ সিরিজের অ’ত্যাধুনিক যু’দ্ধবিমান। মিগ-২১ বাইসনের চারটি স্কোয়াড্রন রয়েছে ভা’রতীয় বিমান বাহিনীতে। একেকটি স্কোয়াড্রনে ১৬ থেকে ১৮টি যু’দ্ধবিমান থাকে। ১৯৬৩ সালে প্রথম সিঙ্গেল ইঞ্জিনের মিগ যু’দ্ধবিমান পেয়েছিলেন ভা’রতীয় বিমানসে’নারা।
তবে বারবার দুর্ঘ’টনার মুখে পড়ায় এই যু’দ্ধবিমানের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ভা’রতের সবশেষ দুর্ঘ’টনায় সেই প্রশ্ন আরও জো’রালো’ভাবে হাজির হয়েছে।
হিন্দুস্তান টাইমসের তথ্যমতে, এ পর্যন্ত প্রায় ৪০০ মিগ-২১ যু’দ্ধবিমান দুর্ঘ’টনার মুখে পড়েছে। গত ছয় দশকে এতে অন্তত ২০০ পাইলট প্রা’ণ হারিয়েছেন।