cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ভা’রতের কলকাতায় দুই রাজমিস্ত্রির হাত ধরে পালিয়ে যাওয়া দুই বধূর ঠাঁই হল না শ্বশুরবাড়িতে।
হাওড়ার নিশ্চিন্দার কর্মকার পরিবার ঘর ছেড়ে প্রে’মিকদের হাত ধরে চলে যাওয়া দুই বধূকে আপাতত ফিরিয়ে নিল না।
অন্য দিকে, তাদের দুই প্রে’মিককে বৃহস্পতিবারই ১৪ দিনের জন্য জে’ল হেফাজতে পাঠিয়েছে আ’দালত। দুই বধূর সঙ্গে যাওয়া বাচ্চাটিকে আ’দালত তার বাবার হাতে তুলে দিয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।
বৃহস্পতিবার আ’দালতে গো’পন জবানব’ন্দি দেন ওই দুই বধূ। এরপর বিকাল সাড়ে পাঁচটায় তাদের নিয়ে আসা হয় নিশ্চিন্দা থা’নায়। সেখানে বেশ কিছুক্ষণ বসে থাকেন তারা। এরপর বাপেরবাড়িতে ফিরে যান ওই দুই তরুণী।
দুই রাজমিস্ত্রি শেখর রায় এবং শুভজিৎ দাসের হাত ধরে বাড়ি ছেড়েছিলেন বালির নিশ্চিন্দার কর্মকার পরিবারের দুই বধূ অনন্যা এবং রিয়া। বুধবার তাদের চার জনকেই আসানসোল স্টেশনে মুম্বাই মেল থেকে গ্রে’প্তার করে জিআরপি এবং নিশ্চিন্দা থা’নার পু’লিশ।
ঘর ছেড়ে পালানোর সময় রিয়ার সঙ্গে ছিল তার সন্তান আয়ুষ। তাকে অ’পহ’রণের অ’ভিযোগ রয়েছে শেখর এবং শুভজিতের বি’রুদ্ধে। বৃহস্পতিবার ওই দু’জনকে আ’দালতে হাজির করা হয়। তাদের জে’লে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।
আয়ুষের চাচা পলা’শ কর্মকার বলেন, বাচ্চাকে ফেরত পেয়েছি। তবে এখন আম’রা মানসিক ভাবে বিপর্যস্ত। ওদের দু’জনকে (অনন্যা এবং রিয়া) ফিরিয়ে নেওয়া হবে কি-না, সেব্যাপারে এখনও সিদ্ধান্ত নেইনি।
কর্মকারের পরিবারের এই বক্তব্যের পর, আ’দালতে বিচারপ্রক্রিয়া শেষ হতেই অনন্যা এবং রিয়া এখন কোথায় থাকবেন তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।