cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
রাতারাতি মানুষের ভাগ্যবদলের গল্প হয়তো অনেকেই বিশ্বা’স করতে চান না। কিন্তু সত্যিই যে মানুষের ভাগ্য এক রাতেই বদলে যেতে পারে তার জলজ্যান্ত প্রমাণ অ্যাম্বুলেন্স চালক শেখ হীরা। সকালে লটারির টিকিট কিনে বিকেলেই কোটিপতি হয়ে গেছেন তিনি।
ভা’রতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জে’লার বাসিন্দা হীরা সকালে ২৭০ রুপি দিয়ে লটারির টিকিট কেনেন। বিকেলেই সেই লটারির ড্র হয়। হীরার কেনা টিকিট জিতে নেয় এক কোটি রুপি।
লটারি জেতার সঙ্গে সঙ্গে অবশ্য পরাম’র্শ নিতে পু’লিশের স্টেশনে যান তিনি। টিকিট বেহাত হতে পারে বলেও আশ’ঙ্কা ছিল তার। পুশিল অবশ্য তাকে বাড়ি পৌঁছে দিয়েছে। তার বাড়িতে পু’লিশের একটি টহল দলও মোতায়েন করা হয়েছে।
হীরা মা বেশ অ’সুস্থ। তার চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। তাই হঠাৎ পাওয়া এই অর্থকে সৌভাগ্যের প্রতীক বলেই মনে করছেন হীরা। হীরার বিশ্বা’স চিকিৎসার পর তা মা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।