সর্বশেষ আপডেট : ১ মিনিট ৩০ সেকেন্ড আগে
রবিবার, ২৩ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

করোনায় সুস্থ হওয়ার পর বাড়ে হৃদরোগ-স্ট্রোকের ঝুঁকি

করোনাভাইরাস আক্রান্ত মানুষের দেহে নানা ধরনের ক্ষতি করছে। প্রা`ণঘাতী এই ভাইরাস শ্বাসত`ন্ত্রের ক্ষতি ছাড়াও হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁ`কি ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে বলে সম্প্রতি এক গবেষণায় এমন কথা বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের স্বাস্থ্যসেবা সংস্থা সেন্ট লুইস হেলথ কেয়ার সিস্টেমের গবেষকরা জানিয়েছেন, করোনা থেকে সুস্থ হলেও পরবর্তী এক বছরের মধ্যে তারা এসব সমস্যায় আক্রান্ত হওয়ার উচ্চঝুঁকিতে থাকেন। করোনায় আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি হওয়া ছাড়াই সুস্থ হয়ে উঠেছেন এমন রোগীদের ৩৯ শতাংশ এমন ঝুঁকিতে রয়েছেন।

গবেষকরা আরও জানিয়েছেন, আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি হয়ে সুস্থ হয়েছেন এমন রোগীদের হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি অন্যদের তুলনায় ৫ দশমিক ৮ গুণ বেশি বলেও জানান গবেষকরা। হার্ট অ্যাটাক ছাড়াও করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর হৃৎপিণ্ডের পেশির প্রদাহ (মায়োকার্ডিটি) ও হৃৎপিণ্ডের বহিরাবরণ বা ঝিল্লির প্রদাহে (পেরিকার্ডিটি) আক্রান্ত হচ্ছেন। এতে দেখা যায়, সাধারণ মানুষের তুলনায় করোনা থেকে সেরে ওঠাদের মায়োকার্ডিটি ও পেরিকার্ডিটিতে আক্রান্তের ঝুঁকি ১৪ গুণ বেশি।

গবেষকরা বলেছেন, বিভিন্ন দেশে এখন দীর্ঘমেয়াদি করোনা (লং কভিড) নামে এক ধরনের উপসর্গ দেখা যাচ্ছে। ফলে করোনা-পরবর্তী স্বাস্থ্যগত জটিলতার বিষয়ে সরকার ও স্বাস্থ্যসেবা সংস্থাগুলোর গুরুত্ব দেওয়া উচিত।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: