cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
আ’ফগা’নিস্তানে ক্ষমতা গ্রহণ করা পর প্রথমবার ভা’রতের সাথে যোগাযোগ করেছিল তা’লেবান। দু’দেশের মধ্যে বিমান সংযোগ পুনরায় শুরুর দাবি জানিয়েছিল তারা। তবে এবার ভা’রতকে চরম হুঁশিয়ারি দিল তা’লেবান।
তা’লেবান স্পষ্টভাবে বার্তা দিয়েছে, ভা’রত যদি আ’ফগা’নিস্তানে কোনো ধরনের সাম’রিক শক্তি প্রদর্শনের চেষ্টা করে, তবে ফল হবে মা’রাত্মক ভ’য়ঙ্কর। তা’লেবানের মুখপাত্র মুহাম্ম’দ সুহেল শাহিন জানায়, ‘ভা’রত আ’ফগা’নস্তানে যদি সাম’রিক শক্তি প্রদর্শনের চেষ্টা করে, এর ফল ওদের জন্যই ভাল হবে না। আ’ফগা’নস্তানে অন্য দেশের সে’না থাকলে কী’ হতে পারে তা আগেই দেখা হয়ে গিয়েছে।’ আ’ফগা’নিস্তানে তা’লেবান শাসন কায়েম হওয়ায় সন্ত্রাসবাদী কার্যকলাপ গতি পাবে বলে আশ’ঙ্কা করছে আন্তর্জাতিক মহল। সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন মুহাম্ম’দ সুহেল শাহিন।
কোনো সন্ত্রাসবাদী সংগঠনের সাথে তাদের যোগ নেই বলে দাবি করেছে তা’লেবান মুখপাত্র। এমনকী’ আ’ফগা’নিস্তানে রাষ্ট্রদূতরাও সুরক্ষিত বলে তিনি জানিয়েছেন। আ’ফগা’নদের পাশে দাঁড়িয়ে ভা’রত যে বছরের বছর ধরে দেশটিকে সাহায্য করে গিয়েছে, সেটারও প্রশংসা করেছে মুহাম্ম’দ সুহেল শাহিন। একই সাথে ভা’রতকে কৃতজ্ঞতাও জানিয়েছে তিনি। সূত্র : জি নিউজ