cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
পটুয়াখালী শহরের কলাতলা বাবরি ম’সজিদে তাবলিগ জামাতের ১৩ সদস্যকে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে টাকা লুট করেছে দুর্বৃত্তরা।
শনিবার সকালে শহরের কলাতলা এলাকার বাবরি জামে ম’সজিদে এ ঘটনা ঘটে। আ’হত মু’সল্লিরা বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতা’লে চিকিৎসাধীন রয়েছেন।
সূত্র জানায়, শুক্রবার তাবলিগের মা’রকাজের সিদ্ধান্ত অনুযায়ী তিন চিল্লার বিভিন্ন বিভাগ থেকে ১৫ জন সাথী শহরের কলাতলা এলাকার বটতলা বাবরি ম’সজিদে যান। রাতে খাবার সময় তাবলিগ জামাতে আগত সদস্য ব্যতীত দুইজন লোক তাদের সঙ্গে ছিলেন। রাতের খাবার শেষ করে অন্যরা যার যার মতো চলে যান।
ফজরের সময় তাবলিগের দুইজন সদস্য উঠলেও বাকিরা উঠতে পারেননি। স্থানীয় মা’রকাজ ম’সজিদে বিষয়টি অবগত করা হলে তারা দ্রুত এসে অচেতন অবস্থায় ১৩ জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতা’লে ভর্তি করেন। তাবলিগ জামাতের সংশ্লিষ্টরা বলেন, এ ধরনের অ’প্রীতিকর ঘটনা এই প্রথম পটুয়াখালীতে ঘটল।
সদর থা’নার ওসি আখতার মোরশেদ বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ফোর্স পাঠিয়েছি। এ ধরনের ন্যক্কারজনক ঘটনার হোতাদের খুঁজে বের করার জন্য পু’লিশ কাজ করছে।