cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সিলেটের ফেঞ্চুগঞ্জে ২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকারী এক সিএনজি চালককে আ’ট’ক করেছে ফেঞ্চুগঞ্জ থা’না পু’লিশ। শুক্রবার (২০ আগস্ট) সন্ধা ৬ টায় মোগলাবাজার থা’নাধীন রাখালগঞ্জ থেকে তাকে গ্রে’প্তার করা হয়।
পু’লিশ জানায়- গত মঙ্গলবার ফেঞ্চুগঞ্জের ইলা’শপুর গ্রামের বাসিন্দা শহিদুল ইস’লাম ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশাযোগে যাচ্ছিলেন। তাকে ফেরিঘাটে নামানোর কথা থাকলেও কৌললে ছিনতাইকারীরা সাবেক এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর বাড়ির দক্ষিণ পাশে এনে হ’ত্যার ভ’য় দেখিয়ে নগদ ২ লাখ নিয়ে যায় এবং তাকে গাড়ি থেকে ফেলে দেয়।
এ ঘটনায় ফেঞ্চুগঞ্জ থা’নায় মা’মলা দায়ের করেন ভিকটিম শহিদুল ইস’লাম। মা’মলার পর সিলেট জে’লা পু’লিশ সুপার মো. ফরিদ উদ্দিনের নির্দেশনা পেয়ে টোল প্লাজার সিসি ক্যামেরা ফুটেজ নিয়ে অ্যাকশনে নামে থা’না পু’লিশ। নির্দেশনা পেয়ে এসআই মো. মোবারক হোসেনের নেতৃত্বে অ’ভিযান চালিয়ে পু’লিশ মোগলাবাজার থা’নাধীন রাখালগঞ্জ থেকে ছিনতাইকারী সিএনজি চালককে গ্রে’প্তার করে। এসময় কাছ থেকে নগদ ৪৪ হাজার হাজার টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজিও জ’ব্দ করে পু’লিশ।
গ্রে’প্তারকৃত ছিনতাইকারীর নাম মোহাম্ম’দ সুমন (২৬)। সে মোগলাবাজার থা’নাধীন দৌলতপুর গ্রামের তুতা মিয়ার ছে’লে।
ফেঞ্চুগঞ্জ থা’নার ওসি সাফায়াত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান- গ্রে’প্তারকৃত ছিনতাইকারী সিলেটের বিভিন্ন এলাকায় সিএনজিযোগে যাত্রী তুলে তার সহযোগীদের মাধ্যমে ছিনতাই করে আসছিলো। এই চক্রকে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছে পু’লিশ।