cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
একদা ভূতের শহর ছিল টার্কিশ রিপাবলিক অফ নর্দান সাইপ্রাসের ভা’রোসা জে’লা। কিন্তু ২০২০ সালের পর থেকে শহরটি ক্রমে প্রা’ণবন্ত হয়ে উঠতে শুরু করে। ওই শহরেই ৪৭ বছর পর জুমা’র নামাজ অনুষ্ঠিত হয়েছে।
২০০ বছরের ঐতিহাসিক বিলাল আগা ম’সজিদে আয়োজিত নামাজের জামাতে অংশ নেন টার্কিশ সাইপ্রাসের প্রেসিডেন্ট এরসিন তাতার। নামাজে ই’মামতি করেন লেফকোসায় অবস্থিত তুর্কি দূতাবাসের ধ’র্মীয় নেতা এরদোগান একেন।
৪৭ বছর পর ভা’রোসায় জুমা’র নামাজ শুরু করতে পেরে টার্কিশ সাইপ্রাসের প্রেসিডেন্ট এরসিন তাতারকে অ’ত্যন্ত প্রফুল্ল দেখায়। তিনি বলেন, ’এই নামাজ শান্তির ও সুন্দর।আরো বলেন, ’এই ম’সজিদটির পুননির্মাণে যারা অবদান রেখেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই।’
উল্লেখ্য, ২০২০ সালের ৮ অক্টোবর ভা’রোসা টাউন আংশিকভাবে খোলা হয়। টাউনটি বন্ধ রাখার কারণ অবশ্যই ছিল গ্রিসের দখলদারির হাত থেকে তুর্কি অধ্যুষিত সাইপ্রাসকে বাঁ’চানো। ১৯৭৪ সালে তুরস্ক দ্বীপটিতে শান্তি প্রতিষ্ঠার অ’ভিযান চালিয়েছিল তার নিরাপত্তা সুনিশ্চিত করেছিল। তারপর থেকেই টাউনটিতে মানুষের আনাগোনা কমে যায়– এবং ক্রমে তা অচল হয়ে যায়। সূত্র : পু্বের কলম