cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
যশোরের মণিরামপুরে সানজিদা আক্তার লিমা (১৬) নামের নববধূকে শ্বা’সরোধে হ’ত্যার অ’ভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (১৯ জুলাই) গৃহবধূর বাবা মা’মলা করেছেন।
ঘটনার পর থেকে স্বামী ফারুক হোসেনসহ তার পরিবারের সদস্যরা পালিয়ে গেছেন।
পু’লিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সানজিদা আক্তার লিমা’র সঙ্গে ছয় মাস আগে বিয়ে হয় প্রতিবেশী চা বিক্রেতা মনছুর আলীর ছে’লে ফারুক হোসেনের। রোববার রাত আটটার দিকে পারিবারিক কলহের জের ধরে ফারুক হোসেন স্ত্রী’ সানজিদাকে শ্বা’সরোধ করে হ’ত্যা করেন। ঘটনার পর সানজিদার ম’রদেহ ফেলে স্বামী ফারুকসহ পরিবারের অন্যান্য সদস্যরা পালিয়ে যান। পরে খবর পেয়ে পু’লিশ লা’শ উ’দ্ধার করে যশোর হাসপাতাল ম’র্গে ময়নাত’দন্তের জন্য পাঠিয়েছে।
এদিকে সানজিদার বাবা বাবুল হোসেন বাবু চারজনকে আ’সামি করে মণিরামপুর থা’নায় মা’মলা করেছেন। মা’মলায় স্বামী ফারুক হোসেন, শ্বশুর মুনছুর আলী, চাচা শ্বশুর আনছার আলী ও শাশুড়ি রোজিনাকে আ’সামি করা হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বলেন, ‘সানজিদা নামে এক গৃহবধূর মৃ’ত্যু খবর পেয়েছি।’
এ ব্যাপারে মণিরামপুর থা’নার ওসি (ত’দন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, ‘এ ঘটনায় এখনো কেউ আ’ট’ক হয়নি।’