cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারে তালেবানের বিরুদ্ধে ১৮ ঘণ্টা ধরে একা যুদ্ধ করেছেন দেশটির এক পুলিশ কর্মকর্তা। আহমাদ শাহ নামের এই কর্মকর্তার দাবি, আফগান নিরাপত্তার বাহিনীর মনোবল ভেঙে দিতে সামরিক হামলা নিয়ে ব্যাপক প্রোপাগান্ডা চালাচ্ছে তালেবান। আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
কান্দাহার শহরের একটি নিরাপত্তা চৌকিতে অপর ১৪ জন পুলিশ কর্মকর্তার সঙ্গে নিয়োজিত ছিলেন আহমাদ শাহ। হঠাৎ করে তালেবান তাদের চৌকিতে হামলা চালালে আহত হন তিনি। ওই অবস্থাতে টানা ১৮ ঘণ্টা ধরে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে গেছেন তিনি।
পরে ওই এলাকায় অতিরিক্ত সেনা পাঠানো হলে আহমাদ শাহকে উদ্ধার করা হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। আহমাদ শাহ বলেন, ‘আমি আত্মসমর্পণ করিনি, অস্ত্র ফেলেও রাখিনি, পাল্টা লড়াই করে গেছি।’
যুদ্ধে মনোবল আর জয়ের জন্য তীব্র আকাঙ্ক্ষা থাকতে হয় বলে মনে করেন আহমাদ শাহ। তিনি বলেন, ‘শত্রুরা দুর্বল। তারা প্রোপাগান্ডা চালিয়ে তারা আমাদের ভয় দেখাতে চায়। আমি শিখেছে বাস্তব জীবনে শত্রুকে ভয় পাওয়া উচিত নয়।’
আফগান স্পেশাল ফোর্সের সদস্য ফাজেল মোহাম্মদ দাউদজাই বলেন, ‘আফগানিস্তান একটি সার্বভৌম দেশ, স্বাধীন সেনাবাহিনী এবং সার্বভৌম ব্যবস্থা আর সংবিধানও রয়েছে। আমরা ইসলামিক রিপাবলিক অব আফগানিস্তানকে সুরক্ষা দেবো।’
দুই সপ্তাহ আগে কান্দাহার শহরে হামলা শুরু করে তালেবান। জবাবে তালেবানবিরোধী পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে আফগানিস্তানের সরকারি বাহিনী।সূত্র: বাংলা ট্রিবিউন