cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সিলেট বিভাগের সরকারি-বেসরকারি মিলে মোট চৌদ্দটি হাসপতা’লে করো’না রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। এরমধ্যে সরকারি ৭ ও বেসরকারি হাসপাতাল ৭টি।
এর বাইরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতা’লের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ১০টি সিট ও দু’শো শয্যার আইসোলেশন সেন্টার আছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এসব হাসপাতা’লের প্রায় প্রতিটিতেই এখন চলছে ব্যস্ততা।
জানা গেছে, সিলেটে করো’না আ’ক্রান্তদের চিকিৎসার জন্য সরকার মোট ১৪টি হাসপাতাল নির্ধারণ করে। এরমধ্যে সরকারি হাসপাতাল ৭টি। সেগুলো হচ্ছে, সিলেট মহানগরীর চৌহাট্টার শহীদ শামসুদ্দিন, শাহপরাণের খাদিম স্বাস্থ্য কেন্দ্র, দক্ষিণ সুরমা উপজে’লা স্বাস্থ্য কেন্দ্র, মৌলভীবাজার ২৫০ শয্যার জে’লা হাসপাতাল, রাজনগর উপজে’লা স্বাস্থ্য কেন্দ্র, হবিগঞ্জ জে’লা হাসপাতাল ও সুনামগঞ্জ জে’লা হাসপাতাল।
বেসরকারি হাসপাতালগুলো হচ্ছে দক্ষিণ সুরমা’র নর্থ-ইস্ট মেডিকেল কলেজ, সিলেট মহানগরীর তালতলা ভিআইপি রোডের পার্কভিউ মেডিকেল কলেজ, সুবহানীঘাটের আলহারামাইন ও ওয়েসিস হাসপাতাল, আখালিয়ার মাউন্ট অ্যাডোরা, শহরতলীর তারাপুর চা বাগান সংলগ্ন রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ ও নয়াসড়কের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল।
খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি বা বেসরকারি হাসপাতালগুলোতে করো’না রোগীদের জন্য কিছু কিছু শয্যা খালি থাকলেও শামসুদ্দিন-ওসমানী হাসপাতা’লে কোন আইসিইউ শয্যা খালি নেই। এ দুটি হাসপাতাল মিলে মোট আইসিইউ শয্যার সংখ্যা ২৬টি। এরমধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতা’লে ১৬ ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতা’লে আছে ১০টি।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতা’লে নির্ধারিত আইসিইউ শয্যায় রোগী ভর্তির পর আজ বৃহস্পতিবার থেকে অ’তিরিক্ত আরও দু’জন রোগীকে বিশেষ ব্যবস্থায় অক্সিজেন দেয়া হচ্ছে বলে জানিয়েছেন উপ পরিচালক ডাক্তার হিমাংশু লাল রায়।
আর স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের পরিসংখ্যানবিদ মতিউর রহমান জানান, মৌলভীবাজার জে’লা হাসপাতা’লে আইসিইউর পাঁচ শয্যার মধ্যে এখনো কয়েকটি খালি আছে।
এছাড়াও তিনি জানান, সিলেটের বাইরের হাসপাতালগুলোতে এখনো খুব একটা চাপ নেই।
সিলেট বিভাগজুড়ে প্রতিদিনই করো’না আ’ক্রান্তের সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবারও সিলেট বিভাগজুড়ে আ’ক্রান্তের সংখ্যা প্রায় চারশ’ ছুঁইছুঁই, ৩৮৯। এছাড়া প্রতিদিন হাসপাতা’লে রোগী ভর্তির সংখ্যাও বাড়ছে। সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতা’লে বৃহস্পতিবারও ভর্তি হয়েছেন ৩৯ জন রোগী। এর আগের দিনের ভর্তি সংখ্যা ৩৭।