সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

শামসুদ্দিন হাসপাতালের আইসিইউ’র এসি নষ্ট : করোনা রোগীদের ভোগান্তি চরমে

সিলেটে করো’নার বিশেষায়িত শহীদ শামসুদ্দিন হাসপাতা’লের আইসিইউ’র (নিবিড় পরিচর্যা কেন্দ্র) অধিকাংশ এসি কাজ করছে না বলে অ’ভিযোগ পাওয়া গেছে। হাই’কোর্টের একজন আইনজীবী তাঁর অ’সুস্থ পিতাকে নিয়ে সেখানে গেলে এই এসি নষ্টের বিষয়টি ধ’রা পড়ে। এসি নষ্টের কারণে রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রচন্ড গরমের কারণে রোগীরা এসির বিকল্প হিসেবে ব্যক্তিগত উদ্যোগে টেবিল বা স্ট্যান্ড ফ্যান ব্যবহার করছেন। হাসপাতা’লের আবাসিক মেডিকেল অফিসারও (আরএমও) এসি নষ্টের বিষয়টি স্বীকার করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ থেকে হাসপাতা’লের আইসিইউর ১৩টি এসির একটিও কাজ করছে না। আইসিইউতে বর্তমানে আছেন ১৮ জন কোভিড আ’ক্রান্ত মূমূর্ষূ রোগী। সবগুলো এসি ছেড়ে রাখা হয়েছে কিন্তু ঠান্ডা তো দূরের কথা বাতাস পর্যন্ত পাওয়া যাচ্ছে না। ফলে ২০টি ফ্যান ছেড়ে রাখা হলেও কাজ করছেনা। রোগীদের স্বজনেরা হাতপাখা দিয়ে বাতাস করছেন রোগীকে। কেউ কেউ হাসপাতাল কর্তৃপক্ষের পরাম’র্শে ব্যক্তিগত উদ্যোগে কিনে এনেছেন ষ্ট্যান্ড ফ্যান। এসি কাজ না করায় আইসিইউ-এর দরজা-জানালা খোলা রাখতে হয়েছে। শুধু তাই নয়, কোভিড রোগীতে ঠাসা এই আইসিইউতে কিডনী ডায়লোসিসের জন্য দুইটি বিছানা পাতা হয়েছে। ফলে ডায়লোসিস নিতে আসা রোগীদের কোভিড সংক্রমণের ঝুঁ’কিতে পড়তে হচ্ছে।’

জানা গেছে, মৌলভীবাজার নিবাসী হাই’কোর্টের ওই আইনজীবী গতকাল তাঁর অ’সুস্থ পিতাকে নিয়ে হাসপাতা’লে যান। তাঁর পিতাকে আইসিইউতে ভর্তির পর তিনি এসি নষ্টের বিষয়টি দেখতে পান।

বাংলাদেশ পরিবেশ আ’ন্দোলন (বাপা) এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম কিম হাসপাতা’লের এসি নষ্টের বিষয়টি নিয়ে ফেইসবুকে একটি স্ট্যটাস দেন। স্ট্যাটাসে তিনি আইসিইউর এসি নষ্টের বিষয়টি উল্লেখ করেন। তিনি জানান, এসি নষ্টের কারণে রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অথচ কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছেনা।

এ বিষয়ে হাসপাতা’লের আরএমও সুশান্ত কুমা’র মহাপাত্র বলেন, সবকটি এসি নষ্ট কথাটি ঠিক নয়। রোগীর চাপ বেশি হওয়ায় এসির সুফল মিলছেনা। আইসিইইতে মোট কতটি এসি আছে এবং কতটি নষ্ট জানতে চাইলে তিনি বলেন, আইসিইউতে মোট ১৬টি এসি আছে। এর মাঝে ৬/৭টি কাজ করছে, বাকী’গুলো নষ্ট। তিনি জানান, বরাদ্দ না থাকায় সময়মতো সংস্কার কাজ করা সম্ভব হয়না। ফলে ভোগান্তি বাড়ে। তিনি আক্ষেপ করে বলেন, আমাদের হাসপাতা’লের দিকে জনপ্রতিনিধি কিংবা সাম’র্থ্যবানদেরও নজর কম।

গত বছরের করো’না সংক্রমণের পর থেকে সরকারীভাবে চিকিৎসা’সেবা দিয়ে যাচ্ছে শহীদ শামসুদ্দিন আহম’দ হাসপাতাল। বিভাগের বিভিন্ন জে’লা ও উপজে’লা থেকে করো’না আ’ক্রান্ত রোগীদের আনা হড এ হাসপাতা’লে। তবে রোগীর সংখ্যা বাড়ায় চাপে রয়েছে হাতপাতাল এমনটিই জানান সংশ্লিষ্টরা।সৌজন্যঃ দৈনিক জালালাবাদ

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: