সর্বশেষ আপডেট : ১৬ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ম’রক্কো থেকে স্পেন আসা অ’ভিবাসন প্রত্যাশীরা, ‘ম’রে যাবো, তবু দেশে ফিরে যাবো না’

স্প্যানিশ ভূখণ্ডের সেউটা ছিটমহলে সোমবার একদিনেই প্রায় ছয় হাজার অ’ভিবাসনপ্রত্যাশী অনিয়ন্ত্রিতভাবে প্রবেশ করেছেন, যাদের অধিকাংশই ম’রক্কোর নাগরিক৷ ছিটমহলটিতে এর আগে কখনো একদিনে এত অ’ভিবাসনপ্রত্যাশী প্রবেশের ঘটনা ঘটেনি৷ স্পেন-ম’রক্কোর মধ্যে কূটনৈতিক উত্তে’জনা সীমান্তে অ’ভিবাসীদের ভিড় বেড়ে যাওয়ার একটি কারণ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

খালি পানির বোতলের সাহায্যে সাগরে ভেসে থেকে স্পেনের সেউটার তটে এসে পৌঁছায় ম’রক্কোর এক বালক৷ পানির বোতলের সহায়তায় তার ভেসে থাকার দৃশ্যটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বর্তমানে আ’লোচিত হচ্ছে৷

ছে’লেটি স’ম্পর্কে সীমান্ত পু’লিশকর্মী রাশিদ বলেন, ‘‘ছে’লেটি ফিরে যেতে চায়নি, কারণ, ম’রক্কোতে তার কোনো পরিবার নেই৷ সে যদি শীতে মা’রাও যেতো, তাতেও তার হেলদোল ছিল না৷ সে ম’রে যেতেও প্রস্তুত ছিল, কিন্তু ম’রক্কোতে ফিরে যেতে রাজি না৷ এত অল্পবয়সি কারো মুখে আমি এমন কথা কোনো দিন শুনিনি৷’’

কাঁদতে থাকা ছে’লেটিকে সীমান্ত পু’লিশ দুই দেশের মাঝের জায়গায় নিয়ে যায়৷ কিন্তু স্পেন থেকে অ’প্রাপ্তবয়স্কদের ফেরত পাঠানো অ’বৈধ৷ কিন্তু সেউটায় পৌঁছানোর পর ছে’লেটি এখন কোথায়, তা জানে না সীমান্ত পু’লিশ৷

চলতি সপ্তাহে ম’রক্কো কর্তৃপক্ষ সীমান্তবিধি শিথিল করলে অ’ভিবাসনপ্রত্যাশীদের ভিড় বেড়ে যায়৷ প্রায় আট হাজার অ’ভিবাসী এখন পর্যন্ত সেউটায় এসে পৌঁছেছেন৷

স্পেনের পু’লিশসূত্রে একটি চিত্র বর্তমানে আ’লোচিত হচ্ছে যেখানে দেখা যাচ্ছে একটি শি’শুকে, যে এই সাগরপথে আসতে গিয়ে তার বাবা-মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে৷ শি’শুটিকে উ’দ্ধার করেছে সীমান্ত পু’লিশ৷

স্পেন সীমান্ত পু’লিশকর্মী আল মেসাউই ম’রক্কোর প্রচলিত দারিজা আরবি ভাষা বলতে পারেন৷ তাই অ’ভিবাসনপ্রত্যাশীদের সাথে কথা বলতে পারেন তিনি৷ রয়টার্সকে তিনি বলেন, ‘‘সেই ছে’লেটির জন্য আপনি চাইলেও কিছু করতে পারবেন না৷ আম’রা অ’ভিবাসীদের বলি, পরিবারকে না ছেড়ে দিতে৷ আম’রা তাদের বলি নিজের দেশে হাজার ক’ষ্ট থাকলেও নিজের পরিবারের সাথে থাকতে৷’’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: