cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
স্প্যানিশ ভূখণ্ডের সেউটা ছিটমহলে সোমবার একদিনেই প্রায় ছয় হাজার অ’ভিবাসনপ্রত্যাশী অনিয়ন্ত্রিতভাবে প্রবেশ করেছেন, যাদের অধিকাংশই ম’রক্কোর নাগরিক৷ ছিটমহলটিতে এর আগে কখনো একদিনে এত অ’ভিবাসনপ্রত্যাশী প্রবেশের ঘটনা ঘটেনি৷ স্পেন-ম’রক্কোর মধ্যে কূটনৈতিক উত্তে’জনা সীমান্তে অ’ভিবাসীদের ভিড় বেড়ে যাওয়ার একটি কারণ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷
খালি পানির বোতলের সাহায্যে সাগরে ভেসে থেকে স্পেনের সেউটার তটে এসে পৌঁছায় ম’রক্কোর এক বালক৷ পানির বোতলের সহায়তায় তার ভেসে থাকার দৃশ্যটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বর্তমানে আ’লোচিত হচ্ছে৷
ছে’লেটি স’ম্পর্কে সীমান্ত পু’লিশকর্মী রাশিদ বলেন, ‘‘ছে’লেটি ফিরে যেতে চায়নি, কারণ, ম’রক্কোতে তার কোনো পরিবার নেই৷ সে যদি শীতে মা’রাও যেতো, তাতেও তার হেলদোল ছিল না৷ সে ম’রে যেতেও প্রস্তুত ছিল, কিন্তু ম’রক্কোতে ফিরে যেতে রাজি না৷ এত অল্পবয়সি কারো মুখে আমি এমন কথা কোনো দিন শুনিনি৷’’
কাঁদতে থাকা ছে’লেটিকে সীমান্ত পু’লিশ দুই দেশের মাঝের জায়গায় নিয়ে যায়৷ কিন্তু স্পেন থেকে অ’প্রাপ্তবয়স্কদের ফেরত পাঠানো অ’বৈধ৷ কিন্তু সেউটায় পৌঁছানোর পর ছে’লেটি এখন কোথায়, তা জানে না সীমান্ত পু’লিশ৷
চলতি সপ্তাহে ম’রক্কো কর্তৃপক্ষ সীমান্তবিধি শিথিল করলে অ’ভিবাসনপ্রত্যাশীদের ভিড় বেড়ে যায়৷ প্রায় আট হাজার অ’ভিবাসী এখন পর্যন্ত সেউটায় এসে পৌঁছেছেন৷
স্পেনের পু’লিশসূত্রে একটি চিত্র বর্তমানে আ’লোচিত হচ্ছে যেখানে দেখা যাচ্ছে একটি শি’শুকে, যে এই সাগরপথে আসতে গিয়ে তার বাবা-মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে৷ শি’শুটিকে উ’দ্ধার করেছে সীমান্ত পু’লিশ৷
স্পেন সীমান্ত পু’লিশকর্মী আল মেসাউই ম’রক্কোর প্রচলিত দারিজা আরবি ভাষা বলতে পারেন৷ তাই অ’ভিবাসনপ্রত্যাশীদের সাথে কথা বলতে পারেন তিনি৷ রয়টার্সকে তিনি বলেন, ‘‘সেই ছে’লেটির জন্য আপনি চাইলেও কিছু করতে পারবেন না৷ আম’রা অ’ভিবাসীদের বলি, পরিবারকে না ছেড়ে দিতে৷ আম’রা তাদের বলি নিজের দেশে হাজার ক’ষ্ট থাকলেও নিজের পরিবারের সাথে থাকতে৷’’