সর্বশেষ আপডেট : ২৫ মিনিট ৩৬ সেকেন্ড আগে
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

দর্শনা সীমান্ত দিয়ে দেশে ফিরলো ১১ বাংলাদেশি

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে ভারতে আটকেপড়া ১১ বাংলাদেশি।

সোমবার (১৭ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দর্শনা জয়নগর সীমান্ত পথ দিয়ে তারা দেশে প্রবেশ করেন।

দেশে প্রবেশের পর তাদের সবার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। পরে বিশেষ পরিবহন ব্যবস্থায় তাদের ১৪ দিনের কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে।

ফিরে আসাদের মধ্যে রয়েছেন- চট্টগ্রাম জেলার হাটহাজারির পাহাড়তলীর ছকিনা বেগম (৪৫), উত্তর কাটলী গ্রামের শফিকুল ইসলাম (৪৫), রানবাজারের জিয়া উদ্দীন (৫০), পাটখালী গ্রামের জহির উদ্দীন (৩৮), সাব্বির আহমেদ (৪৮), ইউনুস আলী (৫৭), মুক্তা বেগম (৪৮), কৃষ্ণ কুমার (৩৫), নওগাঁ সদরের শাহজাহান আলী (৫৫) ও তানিয়া বেগমসহ (৪৭) ১১ জন।

দর্শনা ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে, ভারতে আটকেপড়াদের মধ্যে সোমবার প্রথমবারের মতো ১১ জন দেশে প্রবেশ করেছেন। এর আগে তারা ভারতীয় উপ-হাইকমিশন থেকে অনাপত্তিপত্র গ্রহণ করেন। পরে ভারতের নদীয়া জেলার গেদে চেকপোস্টে কাস্টমস ইমিগ্রেশন শেষে দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করেন তারা। দর্শনা চেকপোস্টে সব আনুষ্ঠানিকতা শেষে বিশেষ ব্যবস্থায় তাদের কোয়ারেন্টিনে নেওয়া হয়।

দর্শনা ইমিগ্রেশন পুলিশের উপ পরিদর্শক (এসআই) আব্দুল আলীম জানান, সোমবার ফেরত আসা সবাই চিকিৎসা নিতে ভারতে গিয়েছিল। এরপর করোনার ‘লকডাউনে’র কারণে দেশের সীমান্ত পথ বন্ধ হয়ে যাওয়ায় তারা ভারতে আটকা পড়ে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন জানান, দেশে প্রবেশের পর তাদের বিশেষ পরিবহন ব্যবস্থায় চুয়াডাঙ্গার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ভবনে নেওয়া হয়েছে। সেখানেই তাদের ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হবে।

পুরো প্রক্রিয়া তদারকিতে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন, দর্শনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান, চুয়াডাঙ্গা-৬ বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুস সহিদ ও দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. অমিত সাহা।

এর আগে রোববার তাদের দেশে ফেরার কথা থাকলেও এনওসি জটিলতায় তারা সেদিন দেশে ফিরতে পারেননি। সূত্র : বাংলানিউজ

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: