সর্বশেষ আপডেট : ১৬ মিনিট ৩ সেকেন্ড আগে
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

গাইনি ওয়ার্ডে ডেলিভারিতে বাচ্চার পা ধরে টানাটানি, মাথা ছিঁড়ে রইল গর্ভে

যশোর জেনারেল হাসপাতা লের গাইনি ওয়ার্ডে এক অন্তঃসত্ত্বা নারীর পেট থেকে মৃ ত বাচ্চা বের করতে গিয়ে মা থা থেকে যাওয়া নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোগীর স্বজনদের অ ভিযোগ হাসপাতা লের আয়া বাচ্চা বের করার চেষ্টা করায় এমনটি ঘটেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বাচ্চা পচে যাওয়ায় এমনটি হয়েছে। তবে অ ভিযু ক্ত আয়ার বি রুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

রোগীর স্বজনরা জানান, শনিবার সকালে হাসপাতা লে আন্না নামে এক অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতা লে আনা হয়। চিকিৎসকের পরমা র্শে আল্ট্রাসনোগ্রাম করানো হয়। এরপর চিকিৎসক জানান, পেটে বাচ্চা মা রা গেছে। বাচ্চাটি নরমাল ডেলিভা রির মাধ্যমে বের করতে ওষুধ দেয়া হয়। এরপর চিকিৎসক চলে যান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গর্ভে থাকা বাচ্চার দুই পা বেরিয়ে এলে রোগী আন্নাকে লেভা র ওয়ার্ডে নিয়ে যান আয়া মোমেনা। বাচ্চার পা ধরে টানাটানি করলে দেহ বেরিয়ে আসে। তবে মা থা থেকেই যায়। খবর পেয়ে চিকিৎসকরা আসেন এবং নরমাল পদ্ধতিতে নবজাতককে বের করার পরাম র্শ দেন।

এ বিষয়ে হাসপাতা লের আরএমও জানান, ৫ মাসের বাচ্চাটি পেটে মা রা যায়। মা রা যাওয়া বাচ্চাটি বের করতে গিয়ে একাংশ পেটে থেকে গেছে। তবে ওষুধ দিয়ে তা বের করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে আয়া কাজটি করায় তার বি রুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: