cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
যশোর জেনারেল হাসপাতা লের গাইনি ওয়ার্ডে এক অন্তঃসত্ত্বা নারীর পেট থেকে মৃ ত বাচ্চা বের করতে গিয়ে মা থা থেকে যাওয়া নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোগীর স্বজনদের অ ভিযোগ হাসপাতা লের আয়া বাচ্চা বের করার চেষ্টা করায় এমনটি ঘটেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বাচ্চা পচে যাওয়ায় এমনটি হয়েছে। তবে অ ভিযু ক্ত আয়ার বি রুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
রোগীর স্বজনরা জানান, শনিবার সকালে হাসপাতা লে আন্না নামে এক অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতা লে আনা হয়। চিকিৎসকের পরমা র্শে আল্ট্রাসনোগ্রাম করানো হয়। এরপর চিকিৎসক জানান, পেটে বাচ্চা মা রা গেছে। বাচ্চাটি নরমাল ডেলিভা রির মাধ্যমে বের করতে ওষুধ দেয়া হয়। এরপর চিকিৎসক চলে যান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গর্ভে থাকা বাচ্চার দুই পা বেরিয়ে এলে রোগী আন্নাকে লেভা র ওয়ার্ডে নিয়ে যান আয়া মোমেনা। বাচ্চার পা ধরে টানাটানি করলে দেহ বেরিয়ে আসে। তবে মা থা থেকেই যায়। খবর পেয়ে চিকিৎসকরা আসেন এবং নরমাল পদ্ধতিতে নবজাতককে বের করার পরাম র্শ দেন।
এ বিষয়ে হাসপাতা লের আরএমও জানান, ৫ মাসের বাচ্চাটি পেটে মা রা যায়। মা রা যাওয়া বাচ্চাটি বের করতে গিয়ে একাংশ পেটে থেকে গেছে। তবে ওষুধ দিয়ে তা বের করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে আয়া কাজটি করায় তার বি রুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।