cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra
বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) বিয়ে করেছেন ক্রিকেটার নাসির হোসেন। গত ১৭ ফেব্রুয়ারি গায়ে হলুদ ও ১৯ ফেব্রুয়ারি হয়েছে বিবাহোত্তর সংবর্ধনাও। এরই মধ্যে অ ভিযোগ উঠেছে আগের স্বামীকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন স্ত্রী তামিমা তাম্মি।
শনিবার দুপুরে রাইসা ইস লাম বাবুনি নামক এক ফেসবুক ব্যবহারকারীর একটি পোস্ট ভাই রাল হয়েছে। সেই পোস্টে তামিমা র স্বামী রাকিবের পক্ষে দাবি করা হয়েছে, এখনও তাদের মধ্যে বৈবাহিক স ম্পর্ক রয়েছে। তাদের ঘরে রয়েছে ৮ বছর বয়সী একটি মে য়ে সন্তানও।
এ বিষয়ে আইনগত পদক্ষেপ নিচ্ছেন তামিমা র স্বামী রাকিব হাসান। এই ইস্যু নিয়ে উত্তরা পশ্চিম থা নায় একটি জিডি করেছেন তিনি। উত্তরা পশ্চিম থা নার ভা রপ্রাপ্ত কর্মক র্তাও (ওসি) শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস এমন অ ভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
রাকিব গণমাধ্যমকে জানান, তার ৮ বছরের একটি মে য়ে আছে। ২০২০ সালের মা র্চেও তারা পুরো পরিবার নিয়ে রাজধানীর লা মেরিলিয়ান হোটেলে থেকেছেন। এখনও তাদের ডিভোর্স হয়নি। কোনো নোটিশ ছাড়া কিভাবে অন্যত্র বিয়ে করেন সেটি জানেন না তিনি।