সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
শুক্রবার, ২০ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

বিশ্বের শীর্ষ ৫০ চিন্তাবিদের তালিকায় মেরিনা তাবাসসুম

বিশ্বের শীর্ষ ৫০ চিন্তাবিদের তালিকায় বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুমের নামও রয়েছে। তালিকায় কেরালার স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজা ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডানের পরেই তিন নম্বরে মেরিনার অবস্থান।

প্রসপেক্টাস বলছে, তাদের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে ভবন নির্মাণের পুরোভাগে থেকে এই বাংলাদেশি স্থপতি সেই সব নকশার চ্যালেঞ্জগুলোকে গ্রহণ করেছেন, যা এই গ্রহে আমরা সম্মিলিতভাবে করার চেষ্টা করছি।

তিনি এক বাস্তব সমস্যার দিকে মনোনিবেশ করেছেন। আর সেটি হলো জলবায়ু পরিবর্তন। এর ফলে পানির উচ্চতা বৃদ্ধি পেলে সে উপযোগী ঘরবাড়ি তৈরির নকশা করেছেন। রাজধানী ঢাকাতে তিনি বাইত-উর-রউফ মসজিদের নকশা করেছেন।

এর আগে ২০১৬ সালে মসজিদের নকশার জন্য তিনি সম্মানজনক আগা খান পুরস্কার পান। সুলতানি আমলের স্থাপত্যের আদলে নকশাকৃত বাইত-উর-রউফ নামের মসজিদটি নির্মিত হয় ২০১২ সালে।

করোনা পরিস্থিতি মোকাবিলায় ভূমিকা রাখার জন্য শৈলজা এবং জেসিন্ডাকে নির্বাচিত করা হয়। করোনা সংক্রমণ রোধে ভারতের কেরালা মডেল বৈশ্বিক স্বীকৃতি পায়।

কেরালার স্বাস্থ্যমন্ত্রী হিসেবে শৈলজা করোনাভাইরাস থেকে রাজ্যটির মানুষের সুরক্ষায় ব্যাপক ভূমিকা রাখেন।

একইভাবে করোনা সংক্রমণ রোধে নিউজিল্যান্ডের সফলতা বিশ্বজুড়ে প্রশংসিত হয়। যার নেতৃত্বে ছিলেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডান।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: