সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
শনিবার, ১২ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

গোয়াইনঘাটে শিক্ষকের উপর হামলা : প্রধান আসামী গ্রেফতার

  • গোয়াইনঘাট সংবাদদাতা 

গোয়াইনঘাটে এক নিরীহ শিক্ষক মনোরঞ্জন কুমার দাস ও তার পরিবারের উপর সন্ত্রাসী হামলার মূল হোতা রুপক দেবনাথকে বুধবার রাতে এসআই সমীরনের নেতৃত্বে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। তিনি ঠাকুরবাড়ি গ্রামের চিত্তরঞ্জন নাথের ছেলে।
জানা যায়, পন্নগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন কুমার দাস সরকারী দায়িত্ব পালনে গোয়াইনঘাট রিসোর্স সেন্টারে আসার পথে গত ৪ জানুয়ারী সকাল ৯টায় তারই বাড়ির রাস্তায় পূর্বপরিকল্পিতভাবে রুপক গংদের সন্ত্রাসী হামলার শিকার হন। তার চিৎকারে স্ত্রী সন্তান, ভাইয়েরা ছুটে এলে সন্ত্রাসীরা তাদেরও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে আহত করে থানায় এসে শিক্ষকসহ পরিবারবর্গের উপর মামলা রুজু করে। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেন গোটা গোয়াইনঘাটের শিক্ষকসহ সচেতন মহল। ৯ জানুয়ারী শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পালিত হয় মানববন্ধন। ইউএনও এবং ওসি বরাবরে স্মারকলিপি দিয়ে অবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেফতার এবং শিক্ষকের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়। শিক্ষকও ৬ জানুয়ারী রুপককে প্রধান আসামী করে থানায় মামলা করেন।
শিক্ষকের পরিবার সূত্রে জানা যায়, এলাকার ভাড়াটে সন্ত্রাসী কর্তৃক এই আক্রমণ চালানোর পরও তারা ক্ষান্ত হয়নি বার বার তাদের হুমকী দিচ্ছে। রুপককে গ্রেফতার করায় শিক্ষক নেতৃবৃন্দ থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অপরাপর আসামীদের গ্রেফতারের দাবী জানান। ওসি তদন্ত হিল্লোল রায় রুপককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: