সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেটে স্যাটেলমেন্ট অফিসের পেশকারের বিরুদ্ধে ১২ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

ডেইলি সিলেট ডেস্ক:: সিলেটের স্যাটেলম্যান্ট অফিসের পেশকার অমৃত চাকমার বিরুদ্ধে ১২ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে সিলেট এসএমপি এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়রী করা হয়েছে। জেলার গোলাপগঞ্জ থানার এম.এ. জামান বাদী হয়ে মঙ্গলবার এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়রী করেন। অমৃত চাকমা নগরীর আম্বরখানা পয়েন্টের একটি রেস্টুরেন্টে এমএম জামানের সাথে গাড়ী ব্যবসা বাবত ষ্ট্যাম্প এ স্বাক্ষর করে ২০১৬ সালে স্বাক্ষীগণের উপস্থিতিতে ১২ লক্ষ টাকা ধার নেন। বিভিন্ন সময় দিচ্ছি দিচ্ছি বলে তিনি আজও দেননি বলে জানান এমএ জামান। অমৃত চাকমা বর্তমানে সুনামগঞ্জ থানার শাল্লাতে কর্মরত আছেন।

সাধারণ ডায়রীতে তিনি উল্লেখ করেছেন যে, অমৃত চাকমা গোলাপগঞ্জে রি-জরিপী কাজে থাকাকালীন গোলাপগঞ্জের সহকারী সেটেলমেন্ট অফিসার ও আপীল অফিসার জিতেন্দ্র চন্দ্র দাস এর পেশকার থাকাকালীন জমিসংক্রান্ত কাজে তার সাথে পরিচয় ঘটে। তখন তিনি গোলাপগঞ্জের সহকারী সেটেলমেন্ট অফিসার ও আপীল অফিসার জিতেন্দ্র চন্দ্র দাস এর পেশকার ছিলেন। তখন তাহার সাথে আমার সৌজন্যমূলক সম্পর্ক হয়। তিনি বিভিন্ন সময় আমার কাছ থেকে মৌলিক চুক্তি করে ধারকর্য বাবত টাকা নিতেন। আবার টাকা ফেরতও দিয়েছেন। তাহার বাড়ী রাঙামাটি জেলায় হওয়ায় তিনি একদিন আমাকে বললেন, চট্টগ্রাম থেকে গাড়ী এনে তিনি সিলেটে ব্যবসা করতে চান। তাই তাহাকে আমি ১২,০০,০০০/-(কথায়: বার লক্ষ) টাকা ধার হিসেবে দিতে। ১২,০০,০০০/-(কথায়: বার লক্ষ) টাকা ধার হিসেবে দিতে। আমি তাহার কথা মতো বিগত ০৮/১২/২০১৬ ইং তারিখে নগদে ১২,০০,০০০/- (কথায়: বার লক্ষ) টাকা আম্বরখানা পয়েন্টে এনে ধার হিসেবে দেই। তিনি আমার সাথে আম্বরখানা পয়েন্টের একটি রেস্টুরেন্টে বসে ষ্ট্যাম্প এ স্বাক্ষর করে স্বাক্ষীগণের উপস্থিতিতে ধার হিসেবে ১২,০০,০০০/- (কথায়: বার লক্ষ) টাকা সমজিয়া নেন। তখন থেকে তিনি বিভিন্ন সময় আমার পাওনাকৃত টাকা ফেরত চাইলে তিনি বিভিন্ন সময় দিচ্ছি দিচ্ছি বলে আজও দেননি। উপরন্তু আমাকে চাঁদাবাজীর মামলা দিয়ে ফাসাবেন বলে হুমকি দিচ্ছেন। এমনকি আমি টাকা ফেরত চাইলে তিনি সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকে প্রাণে হত্যা করবেন বলে হুমকি দিচ্ছেন। এতে করে, আমার আশংকা তিনি আমার টাকা আত্মসাত করার চক্রান্তে লিপ্ত।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: