সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ছিনতাইকারী দলের হাতে পুলিশ খুনে ১০ জনের যাবজ্জীবন

ডেইলি সিলেট ডেস্ক ::

চট্টগ্রামের আমবাগান এলাকায় এক যুগ আগে ছিনতাইকারী দলের হাতে পুলিশ সদস্য খুনের ঘটনায় ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান সোমবার এই রায় দেন।

দণ্ডিত আসামিরা হলেন- মো. জাবেদ, নুরুল আলম, সুমন মোল্লা, হারুন অর রশিদ, তপন চন্দ্র সরকার, মিন্টু দাশ, আরছাল ওরফে রাসেল, ফারুক ওরফে বুলেট ফারুক, মো. সোহেল ও মো. বাবুল।

এ আদালতের পেশকার মোহাম্মদ সাহেদ গণমাধ্যমকে বলেন, আসামিদের মধ্যে ৫ জন আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক। রায়ে ১০ আসামির প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার আড়াই লাখ টাকা ভিকটিমের পরিবারকে দিতে আদেশ দিয়েছে আদালত।

২০১৩ সালের ৩ নভেম্বর চট্টগ্রাম নগরীর খুলশী থানার টাইগার পাস আমবাগান এলাকার ডিআইজি বাংলোর কাছে ছুরিকাঘাতে কনস্টেবল আবদুল কাইয়ুম (২২) নিহত হন।

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আবদুল কাইয়ুম ২০১২ সালের ৬ অক্টোবর কনস্টেবল হিসেবে চাকরিতে যোগ দিয়েছিলেন। ছিনতাইয়ের ঘটনা দেখতে পেয়ে বাধা দিতে গেলে সেদিন ছিনতাইকারী দল পুলিশের দলের উপর হামলা চালায়। ওই ঘটনায় আরো তিন পুলিশ সদস্য আহত হয়েছিলেন।

ওই ঘটনায় ১৯ জনকে আসামি করে মামলা করেছিল পুলিশ। তদন্ত শেষে ১০ জনের বিচার শুরু হয়। মোট ১৪ জনের সাক্ষ্যগ্রহণে শেষে সোমবার রায় দিল আদালত।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: