সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দীপিকার বোন অনিশার ঘর বাঁধার প্রস্তুতি

ডেইলি সিলেট ডেস্ক ::

দেশের আলোচিত বলিউড তারকা দীপিকা পাড়ুকোন এখন স্বামী-সন্তান নিয়ে সংসারী জীবন কাটাচ্ছেন। কাজের ব্যস্ততা কমিয়ে পুরো সময়টাই দিচ্ছেন মেয়েকে। এমন সময়েই আবারও বিয়ের সানাই বেজেছে পাড়ুকোন পরিবারে। কনে দীপিকার ছোট বোন অনিশা পাড়ুকোন। পাড়ুকোন পরিবারের সদস্যদের মধ্যে শুরু হয়েছে বিয়ের প্রস্তুতি ও আয়োজনে ব্যস্ততা।

দীপিকা-অনিশার বাবা প্রকাশ পাড়ুকোন ভারতের খ্যাতনামা ব্যাডমিন্টন খেলোয়াড়। তার ছোট মেয়ে অনিশা মনস্তত্ত্ব, অর্থনীতি ও সমাজতত্ত্বে স্নাতক ডিগ্রিধারী। পাশাপাশি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি কাজ করছেন বড় বোন দীপিকার মানসিক স্বাস্থ্যের উন্নয়নভিত্তিক সংস্থা ‘লাভ, লিভ, লাফ’-এর কর্ণধার হিসেবে। সংস্থার অর্থ সংগ্রহ, প্রচার ও উন্নয়ন কার্যক্রমে পালন করছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

অনিশার হবু স্বামী রোহন আচার্য শৈশব থেকেই দুবাইয়ে বড় হয়েছেন। তার ঝুলিতে আছে কিংসটন বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি। বর্তমানে তিনি দুবাইয়ে পারিবারিক ব্যবসার দেখভাল করেন। জানা যায়, রোহনের সঙ্গে অনিশার পরিচয় করিয়ে দেন দীপিকার স্বামী ও বলিউড তারকা রণবীর সিং।

রোহনের মায়ের বাবা-মা ছিলেন পরিচিত পরিচালক বাসু ভট্টাচার্য ও রিঙ্কি ভট্টাচার্য। দিদিমা রিঙ্কি ছিলেন কিংবদন্তি নির্মাতা বিমল রায়ের মেয়ে। ফলে বংশসূত্রে রয়েছে অনিশার শ্বশুরবাড়ির সঙ্গে পুরোনো চলচ্চিত্র পরিবারের যোগ। শুধু তাই নয়, এই পরিবারের সঙ্গে জড়িত আছে প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র পরিবারের সম্পর্কও। ধর্মেন্দ্রের ছেলে সানি দেওলের পুত্রবধূ দৃশা রোহনের বোন। তবে বিয়ের দিনক্ষণ এখনই প্রকাশ করতে নারাজ পাড়ুকোন পরিবার।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: