সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বুধবার, ৫ নভেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

টাইফয়েড টিকাদান শুরু ১২ অক্টোবর : সিলেটে পরিকল্পনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ::

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, প্রতিবছর বিশ্বে প্রায় ৯০ লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়, যার মধ্যে এক লাখ দশ হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটে। আক্রান্ত ও মৃতদের অধিকাংশই দক্ষিণ এশিয়া ও আফ্রিকার বাসিন্দা। উন্নত দেশগুলোতে স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নতির কারণে এ রোগ নিয়ন্ত্রণে থাকলেও বাংলাদেশসহ অনেক উন্নয়নশীল দেশে এটি এখনো একটি বড় জনস্বাস্থ্য সমস্যা। শিশুদের সুরক্ষায় আগামী ১২ অক্টোবর থেকে সরকার সারা দেশে বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু করছে।

সোমবার নগরীর ইসলামিক ফাউন্ডেশন অডিটোরিয়ামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে ধর্মীয় নেতাদের সমন্বয়ে আয়োজিত এডভোকেসি ও পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মো. আনিসুর রহমান, সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের উপসচিব মো. গোলাম কবির ও ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম।

সভায় জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টাইফয়েড টিকা নিরাপদ ও কার্যকর। ইপিআই কর্মসূচির আওতায় এই টিকাদান শুধু শিশুদের জীবন রক্ষাই নয়, দীর্ঘমেয়াদে টাইফয়েডজনিত অসুস্থতা ও মৃত্যুহার কমাতেও সহায়ক হবে।

ডা. মো. আনিসুর রহমান বলেন, ২০২১ সালে বাংলাদেশে প্রায় ৪ লাখ ৭৮ হাজার মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়, যাদের মধ্যে প্রায় আট হাজারের মৃত্যু ঘটে। মৃতদের মধ্যে ৬৮ শতাংশই শিশু। এই পরিসংখ্যান টাইফয়েড টিকার গুরুত্ব আরও স্পষ্ট করে তোলে।

সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন বলেন, টিকাদান কর্মসূচি চালুর ফলে আগামী কয়েক বছরে টাইফয়েডের প্রাদুর্ভাব কমে আসবে। এতে ওষুধ প্রতিরোধী টাইফয়েডের ঝুঁকি হ্রাসের পাশাপাশি পরিবার ও সমাজের ওপর অর্থনৈতিক চাপও কমবে।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার বলেন, টাইফয়েডে আক্রান্ত হলে চিকিৎসা খরচের পাশাপাশি কর্মক্ষমতা হারানো ও জটিলতা তৈরি হয়ে জীবন ঝুঁকিতে পড়ে। তাই প্রতিরোধে টিকা গ্রহণের কোনো বিকল্প নেই। তিনি ধর্মীয় নেতাদের এ ক্যাম্পেইন সফল করতে সহযোগিতা করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: