সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দুই গোলে পিছিয়ে পড়েও নাটকীয় জয় বার্সেলোনার

ডেইলি সিলেট ডেস্ক ::

তিন মৌসুম পর লা লিগায় ফেরা লেভান্তের শুরুটা ভালো হলো না। মৌসুমের প্রথম দুই ম্যাচেই হার দেখল তারা। শনিবার (২৩ আগস্ট) সিউদাদ ডে ভ্যালেন্সিয়ায় বার্সেলোনাকে হারানোর খুব কাছে গিয়েও শেষ মুহূর্তে আত্মঘাতী গোলে হেরে বসে নবাগত দলটি। ৩-২ গোলের নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।

ম্যাচের ১৫তম মিনিটে স্প্যানিশ স্ট্রাইকার ইভান রোমেরো বার্সেলোনার ডিফেন্স ভেঙে লেভান্তেকে এগিয়ে নেন। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন অভিজ্ঞ মিডফিল্ডার লুইস মোরালেস।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় বার্সা। ৪৯তম মিনিটে পেদ্রি ব্যবধান কমান। আর ৫২তম মিনিটে রাফিনহার কর্নার থেকে দারুণ ভলিতে গোল করেন ফেরান তরেস। ম্যাচ সমতায় ফেরানোর পর একের পর এক আক্রমণ চালালেও গোলের দেখা পাচ্ছিল না কাতালানরা।

শেষ পর্যন্ত যোগ করা সময়ে ভাগ্য সহায় হয় তাদের। ৯১তম মিনিটে ইয়ামালের ক্রস ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন লেভান্তের উনাই এলগুয়েজাবাল। তাতেই নিশ্চিত হয় বার্সেলোনার জয়।

মৌসুমের প্রথম দুই ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। অন্যদিকে টানা দুই হেরে ১৮তম স্থানে নেমে গেছে লেভান্তে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: