![]()

cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla

শুভ জন্মাষ্টমী উপলক্ষে ১৬ আগস্ট শনিবার সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। প্রশাসনিক ভবনের সামনে থেকে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রায় সিকৃবি ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মাহবুব-ই-ইলাহী, ছাত্রপরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর ড. মৃত্যুন্জয় কুন্ডসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় হাতে ব্যানার নিয়ে সবাই ধর্মীয় সম্প্রীতি, শান্তি, ভ্রাতৃত্ব ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দেন।
শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন মানবজাতির জন্য এক অনন্য শিক্ষা। তিনি আমাদের শিখিয়েছেন—প্রভুত্বে নয়, প্রেম ও ভ্রাতৃত্বেই রয়েছে পরম আশ্রয়। জন্মাষ্টমীর মূল বার্তা হলো সত্য, ন্যায়, প্রেম, ভ্রাতৃত্ব ও মানবকল্যাণ। এ মূল্যবোধ ধারণের মাধ্যমে আমরা সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করতে পারি। শ্রীকৃষ্ণের উপদেশ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পথ দেখাবে।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার সবসময় ধর্মীয় ও সামাজিক সম্প্রীতিতে বিশ্বাসী। আমরা প্রত্যাশা করি, এ উৎসব সমাজে ঐক্য, ভ্রাতৃত্ব ও মানবিকতার বন্ধন আরও দৃঢ় করবে। পরে সেখানে ভক্তিমূলক গান ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।-বিজ্ঞপ্তি