সর্বশেষ আপডেট : ৩৮ মিনিট ৫ সেকেন্ড আগে
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

“বাকশালের কবরের উপর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বিএনপি”

খলিলুর রহমান, বড়লেখা প্রতিনিধি :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, “বিএনপি সবসময় মানুষের পাশে থাকে, মানুষের কথা বলে। বিএনপি সেই দল, যারা সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করছে। আমাদের পরিচয় একটাই—আমরা সবাই বাংলাদেশি। এই পরিচয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের দিয়েছেন।”

শনিবার (১৬ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।

ডা. জাহিদ হোসেন বলেন, ১৫ আগস্ট বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন ছিল। তার সুস্থতার জন্য যারা দোয়া, রোজা, সাদকা, ওমরাহ ও তাওয়াফ করেছেন—দলের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি মহান স্বাধীনতা যুদ্ধ ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের শহীদদের স্মরণ করে বলেন, ইলিয়াস আলী, দিনার, জুনেদসহ অসংখ্য নেতাকর্মীকে হারিয়েছে বিএনপি। অনেকে গুম হয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের পুনর্বাসনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন।

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, আজকাল অনেকেই এমন ভাষায় কথা বলেন, যা গণতন্ত্রের ভাষা নয়; বরং কর্তৃত্ববাদী শাসকের ভাষা। বিএনপি গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাস করে। দেশের ভঙ্গুর অর্থনীতি, কৃষি, স্বাস্থ্য, বিচার ব্যবস্থা ও সুশাসন প্রতিষ্ঠায় খালেদা জিয়া ও তারেক রহমান দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, বিএনপি তৃণমূলের মতামতের ভিত্তিতে সংগঠন গড়ে তোলে। বড়লেখায় সভাপতি ও যুগ্ম সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে প্রতিযোগিতা হবে। ভোট শেষে সবাই ঐক্যবদ্ধ হবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপন। প্রধান বক্তা ছিলেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জিকে গউছ। বিশেষ অতিথি ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক পৌরমেয়র মো. ফয়জুল করিম ময়ূন, সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী নাসির উদ্দিন মিঠু, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ।

এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, আব্দুল ওয়ালী সিদ্দিকী, বকসী মিছবাউর রহমান, ফখরুল ইসলাম, মতিন বক্স, মুহিতুর রহমান হেলাল, মাহমুদুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপি সেই দল, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাকশালের কবরের উপর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করেছে। বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার দল নয়। তাই সমালোচনা হতে হবে বাস্তবসম্মত, বিভ্রান্তিকর নয়।

ধর্মভিত্তিক একটি দলের সমালোচনা করে তিনি বলেন, অনেকেই ইসলামের কথা বলেন কিন্তু বাস্তবে জনগণের পাশে দাঁড়ান না। গাজায় হত্যাযজ্ঞ চললেও তারা রাস্তায় নামেননি, কোনো কর্মসূচি দেননি। সমালোচনা করবেন, কিন্তু সেটি হতে হবে বাস্তবধর্মী।

তিনি উদাহরণ টেনে বলেন, মুরাদনগরে তিনজন নিহত হওয়ার ঘটনায় বিএনপিকে জড়ানোর চেষ্টা করা হলেও তদন্তে ইউনিয়ন ছাত্রলীগের সম্পৃক্ততা বেরিয়ে আসে। চাঁদপুরে ইমামকে কুপিয়ে আহতের ঘটনাতেও বিএনপিকে দায়ী করার চেষ্টা করা হয়, অথচ তদন্তে বিএনপির কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আজ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। শুধু বিএনপি নয়, গণতন্ত্রকামী রাজনৈতিক শক্তির নেতাকর্মীরাও ৩১ দফার ভিত্তিতে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যুক্ত হয়েছেন। জনগণের রায় আগামী দিনে কোনদিকে যাবে, সেটা সরকার ভালোভাবেই জানে।

জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে জনগণের অধিকার পুনরুদ্ধারের সুযোগ আসবে। নির্বাচন সঠিক সময়েই হবে। তাই বিভেদ নয়, কাদা ছোড়াছুড়ি নয়—জনগণের মনের ভাষা বুঝুন, জনগণের কাছে যান। জনগণ যাকে ভালোবাসবে, তাকেই গ্রহণ করবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: