সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আইনি বিপাকে শহিদের ‘ও রোমিও’

ডেইলি সিলেট ডেস্ক ::

বলিউডের জনপ্রিয় অভিনেতা শহিদ কাপুর। যিনি ভার্সেটাইল চরিত্রে অভিনয় করে বহু আগে থেকে ভক্তদের হৃদয় জয় করে আছেন। তার অভিনীত সিনেমা মানেই টানটান উত্তেজনা বিরাজ করে সিনেমা হলগুলোতে। যার প্রমাণ হিসেবে দেখতে পাই সাম্প্রতিক সময়ে মুক্তি প্রাপ্ত সিনেমা কাবির সিং ও দেভা সিনেমায় তার অনবদ্য উপস্থিতিতে। তারই পরিপ্রেক্ষিতে আসন্ন সিনেমা ‘ও রোমিও’ নিয়েও ব্যাপক আগ্রহ ছিল সিনেপ্রেমীদের মাঝে। কিন্তু এবার আসন্ন সেই সিনেমা নিয়ে বিপাকে পড়েছেন শহিদ কাপুর।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আশির দশকের মুম্বাইয়ের ত্রাস ও আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার হুসেন উস্তেরার জীবনের ছায়া অবলম্বনে তৈরি হয়েছে এই সিনেমা। হুসেন ছিলেন কুখ্যাত ডন দাউদ ইব্রাহিমের একসময়ের ঘনিষ্ঠ সহযোগী। তবে পরবর্তীতে দাউদের হাতেই তার মৃত্যু হয় বলে ইতিহাসে প্রচলিত রয়েছে। পর্দায় এই হুসেন উস্তেরার চরিত্রেই অভিনয় করছেন শহিদ কাপুর।

সিনেমাটি নিয়ে আপত্তির মূল কারণ হিসেবে সামনে এসেছেন হুসেন উস্তেরার মেয়ে সনোবর। তার দাবি, তার বাবার জীবনকে পর্দায় যেভাবে চিত্রায়িত করা হয়েছে, তা নিয়ে পরিবারের কোনো অনুমতি নেওয়া হয়নি। এই অভিযোগে তিনি ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার কাছে আইনি নোটিশ পাঠিয়েছেন। একইসঙ্গে মানহানি ও অন্যান্য ক্ষতির কারণ দেখিয়ে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি।

সনোবর জানিয়ে দিয়েছেন, আর্থিক ক্ষতিপূরণ তো বটেই, তার লিখিত অনুমতি ছাড়া এই সিনেমা কোনোভাবেই মুক্তি দেওয়া যাবে না। শহিদের চরিত্রটি নিয়ে যে ধরনের নেতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাতেই আপত্তি জানিয়েছেন তিনি।

এদিকে সিনেমার নির্মাতা এখনো প্রকাশ্যে স্বীকার করেননি যে এটি হুসেন উস্তেরার বায়োপিক। তবে টিজার প্রকাশের সময় তারা জানিয়েছিলেন, সিনেমাটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। এখন এই আইনি লড়াইয়ের মুখে দাঁড়িয়ে সিনেমাটির মুক্তি পিছিয়ে যায় কি না, সেটাই দেখার বিষয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: