সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

অসুস্থ শবনম ফারিয়া, কথা বলতে পারছেন না

ডেইলি সিলেট ডেস্ক ::

অভিনেত্রী শবনম ফারিয়া বর্তমানে অসুস্থত। এক সপ্তাহের বেশি সময় ধরে তিনি গলার সংক্রমণ ও টনসিলের প্রদাহে আক্রান্ত। এতে তার কণ্ঠস্বর বন্ধ হয়ে গেছে এবং কথা বলতেও সমস্যা হচ্ছে।

নিজের অসুস্থতার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জানিয়েছেন এই অভিনেত্রী। মঙ্গলবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে শবনম ফারিয়া লেখেন, “আমি গলায় গুরুতর সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছি। ৮ দিন ধরে আমার কণ্ঠস্বর বন্ধ হয়ে আছে।”

অসুস্থতার শুরুটা কখন থেকে, সে বিষয়েও পোস্টে উল্লেখ করেন তিনি। শবনম ফারিয়া লেখেন, “গত ৫ জানুয়ারি থেকেই অসুস্থতা শুরু হয়। সেদিনই কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম। পরে নিজেকে কথা বলার জন্য জোর করায় অবস্থা আরও খারাপ হয়েছে।”

এই শারীরিক অবস্থার কারণে পেশাগত কাজেও প্রভাব পড়েছে বলে জানান অভিনেত্রী। তিনি লেখেন, “দুঃখজনকভাবে আমাকে কয়েকটি নির্ধারিত কাজ ও শুটিং বাতিল করতে হয়েছে।”

বর্তমান পরিস্থিতিতে ফোনকল রিসিভ করতে পারছেন না বলেও জানান শবনম ফারিয়া। তিনি লেখেন, “অনেক ফোন আসছে, কিন্তু এখনই ধরতে পারছি না। খুব জরুরি হলে দয়া করে টেক্সট করুন।”

অভিনেত্রীর এই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা মন্তব্য করে দ্রুত সুস্থতা কামনা করছেন। অনেকেই তাকে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া ও চিকিৎসকের পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: