সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মেহজাবীন চৌধুরী ও ভাইকে হুমকি-ধমকি মামলায় অব্যাহতি

ডেইলি সিলেট ডেস্ক ::

ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার আজ সোমবার সকালে হুমকি-ধমকি দেখানোর অভিযোগে দায়ের করা মামলায় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন।

মামলার বাদী ছিলেন আমিরুল ইসলাম। তিনি ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭ ও ১১৭ (৩) ধারায় মামলাটি দায়ের করেছিলেন। মামলার অভিযোগ অনুযায়ী, বাদীর সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের সূত্রে তিনি মেহজাবীনের নতুন পারিবারিক ব্যবসার অংশীদার হিসেবে যুক্ত হওয়ার জন্য ২৭ লাখ টাকা দেন।

তবে মেহজাবীন ও তাঁর ভাই দীর্ঘদিন ব্যবসা শুরু না করায় বাদী বিভিন্নবার টাকা চাইলে ‘আজ দেব, কাল দেব’ বলে সময় পার করতেন। ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি পাওনা টাকা চাইতে গেলে ১৬ মার্চ বাদীকে হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে যেতে বলা হয়। সেখানে মেহজাবীন ও আলিশানসহ আরও চার-পাঁচজন বাদীকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং মারার হুমকি দেন।

বাদী বিষয়টি সমাধানের জন্য ভাটারা থানায় গেলে থানা পুলিশ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেন। আজ তাদের জবাব দাখিলের পর আদালত অব্যাহতির আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার এই তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: