সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

তাহসান খানের সঙ্গে কথা: বিচ্ছেদ, নীরবতা ও বর্তমান সময়

ডেইলি সিলেট ডেস্ক ::

প্রশ্ন: আপনার দ্বিতীয় সংসার ভেঙে যাওয়ার খবরটি সত্য কি না—ভক্তরা জানতে চাইছেন।

তাহসান খান: সত্য বলতে আমাদের বিচ্ছেদের ঘটনাটি সত্য। বিষয়টি নিয়ে আমি বিস্তারিত কথা বলব, তবে এখন নয়।
প্রশ্ন: কবে থেকে আপনাদের মধ্যে আলাদা থাকার সিদ্ধান্ত হয়?

তাহসান খান: গত বছরের সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া ট্যুরে যাওয়ার আগেই আমরা আলাদা থাকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে বাস্তবে আমরা গত বছরের জুলাই মাসের শেষ দিক থেকেই আলাদা থাকছিলাম।

প্রশ্ন: সেই সময় থেকেই কি আপনি গান ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে সরে যান?

তাহসান খান: হ্যাঁ। সেই ট্যুরের আগেই সিদ্ধান্ত হয়েছিল। তখন থেকেই আমি ফেসবুক ও নতুন গান থেকে অনেকটাই নিজেকে গুটিয়ে নিয়েছি।

তাহসান l ছবি: সংগৃহীত

প্রশ্ন: ২০২৫ সালের ৪ জানুয়ারি রোজা আহমেদের সঙ্গে আপনার বিয়ে হয়েছিল। বিয়ের পর সব ঠিকঠাক ছিল না কি?

তাহসান খান: বিয়ের পর শুরুতে সব স্বাভাবিকই মনে হয়েছিল। তবে কয়েক মাসের মধ্যেই আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়।

প্রশ্ন: সম্প্রতি প্রথম বিবাহবার্ষিকীতে আপনাদের একসঙ্গে না দেখায় বিচ্ছেদের গুঞ্জন ছড়ায়। এ বিষয়ে কী বলবেন?

তাহসান খান: অ্যানিভার্সারি উদ্‌যাপন নিয়ে যে খবরগুলো প্রকাশ হয়েছে, সেগুলো সত্য নয়।

প্রশ্ন: ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত আপনাকে খুব একটা কথা বলতে দেখা যায় না। এবার কেন মুখ খুললেন?

তাহসান খান: আমি ব্যক্তিগত জীবন নিয়ে জনসম্মুখে কথা বলতে আগ্রহী নই। তবে উদ্ভূত পরিস্থিতির কারণেই আমাকে মুখ খুলতে হয়েছে।তাহসান l ছবি: সংগৃহীত

প্রশ্ন: বিচ্ছেদের কারণ নিয়ে এখনই কি কিছু জানাবেন?

তাহসান খান: বিষয়টি অনেক বড়। সবকিছু চূড়ান্ত হলে সময় নিয়ে বিস্তারিত বলব।

প্রশ্ন: শারীরিক ও মানসিক অবস্থার দিক থেকে আপনি কেমন আছেন?

তাহসান খান: আমি দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে ভালো নেই। এর কারণ এখনই প্রকাশ্যে বলতে চাই না। মানসিক অবস্থাও খুব একটা ভালো নয়।

প্রশ্ন: এই সময়টা আপনি কীভাবে কাটাচ্ছেন?

তাহসান খান: একা একা ভ্রমণ করছি। ঘুরছি আর বই পড়েই সময় চলে যাচ্ছে। এই সময়ে বই-ই আমার সবচেয়ে বড় সঙ্গী।

প্রশ্ন: ভক্তদের উদ্দেশ্যে কিছু বলতে চান?

তাহসান খান: সবাই আমার জন্য দোয়া করবেন, যেন এই কঠিন সময়টা দ্রুত পার করতে পারি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: