সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে আজ

ডেইলি সিলেট ডেস্ক ::

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে আজ শনিবার। রফতানি উন্নয়ন ব্যুরো জানায়, বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে সকাল ১০টায় পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধন করা হবে।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, এবারের মেলায় অনলাইনের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। দর্শনার্থীদের সুবিধার জন্য ই-টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে, যেখানে অনলাইনে টিকিট কিনে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে মেলায় প্রবেশ করা যাবে। পাশাপাশি সরাসরি অন-স্পট টিকিট কেনার ব্যবস্থাও থাকবে।
দর্শনার্থীদের যাতায়াত সহজ করতে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিস চালু থাকছে। এর পাশাপাশি কনসেশনাল রেটে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাও-এর সার্ভিসও যুক্ত করা হয়েছে।

এর আগে মেলার উদ্বোধন হওয়ার কথা ছিল ১ জানুয়ারি। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় উদ্বোধনী অনুষ্ঠান পিছিয়ে ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়।

উল্লেখ্য, দেশীয় পণ্যের প্রচার, প্রসার ও বিপণনের লক্ষ্য নিয়ে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজন করা হতো। করোনাভাইরাস মহামারির কারণে ২০২১ সালে মেলা অনুষ্ঠিত হয়নি। পরে ২০২২ সাল থেকে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার আয়োজন করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: