সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ধর্মেন্দ্রর শেষকৃত্যে পরিবার ছাড়াও উপস্থিত ছিলেন বলিউড তারকারা

ডেইলি সিলেট ডেস্ক ::

ভারতীয় প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) দুপুর একটা ২০ মিনিটের দিকে মুম্বাইয়ের ভিলে পার্লের শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

এসময় তাকে শেষ বিদায় জানাতে পরিবারের সদস্যদের পাশাপাশি বলিউডের বহু তারকা উপস্থিত ছিলেন।

৮৯ বছর বয়সী অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভিলে পার্লের শ্মশানের বাইরে ভক্তরাও ভিড় করেন।

ধর্মেন্দ্রকে এক ঝলক দেখার আশায় জড়ো হওয়া শত শত ভক্তদের নিয়ন্ত্রণ করতে গিয়ে মুম্বাই পুলিশকে হিমশিম খেতে দেখা যায়।

বিবিসি নিউজ হিন্দির খবরে বলা হয়েছে, ধর্মেন্দ্রর শেষকৃত্য অনুষ্ঠানে তার দুই ছেলে সানি দেওল ও ববি দেওল, মেয়ে এশা দেওল, স্ত্রী হেমা মালিনীসহ পরিবারের ঘনিষ্ট বন্ধুরা উপস্থিত ছিলেন।

শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর হেমা মালিনী এবং এশা দেওল একই গাড়িতে বের হয়ে যান।

ধর্মেন্দ্রকে শেষ বিদায় জানাতে বলিউড তারকাদের মধ্যে যারা শ্মশানে গিয়েছিলেন, তাদের মধ্যে ছিলেন অভিনেতা অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান, অভিষেক বচ্চন, রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, গোবিন্দ, সেলিম খান, সঞ্জয় দত্ত এবং অনিল কাপুর।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: