সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

বিচারকদের নিরাপত্তা বাড়াতে রিট

ডেইলি সিলেট ডেস্ক ::

আদালত প্রাঙ্গণ এবং নিজ বাসস্থানে অধস্তন আদালতের বিচারকদের নিরাপত্তা বাড়ানোর নির্দেশনা চেয়ে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ। রোববার (১৬ নভেম্বর) করা এই রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। চলতি সপ্তাহে শিকদার মো. মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

এদিকে, রাজশাহী মহানগর দায়রা জজের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যার পরিপ্রেক্ষিতে বিচারকদের ঘোষিত দুই দফা দাবি পূরণের আশ্বাস দিয়েছে সরকার। এই ঘটনার পর সারাদেশের বিচারকদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয় এবং তারা পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে রোববারের কলম বিরতি পালনের ঘোষণা দিয়েছিলেন। তবে সরকারের পক্ষ থেকে আশ্বাস পাওয়ায় তা স্থগিত করা হয়েছে।

সারাদেশের বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, সরকারের আমন্ত্রণে বিচার বিভাগের কয়েকজন সিনিয়র কর্মকর্তাসহ অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে আইন উপদেষ্টা বিচারকদের দুই দফা দাবির সঙ্গে একমত পোষণ করে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। অ্যাসোসিয়েশন জানিয়েছে, “বিচারকদের যৌক্তিক দাবির বিষয়ে আইন উপদেষ্টা ইতিবাচক অবস্থান নিয়েছেন এবং যত দ্রুত সম্ভব তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে”— এমন আশ্বাস পাওয়ার পরই কলম বিরতি কর্মসূচি স্থগিত করা হয়েছে।

অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম এবং মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে আরও বলা হয়, বিচারকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের আশ্বাস বাস্তবায়নের পর্যায়ে রয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তারা আশা প্রকাশ করেন যে, সরকার দ্রুতই বিচারকদের নিরাপত্তা বাড়াতে কার্যকর ব্যবস্থা নেবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: