সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

গোলাপগঞ্জের লক্ষণাবন্দে উঠানবৈঠক : বিজয়ী হলে স্থানীয় উন্নয়নে জোর দেওয়ার আশ্বাস এমরান চৌধুরীর

সিলেট–৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সমর্থনে গোলাপগঞ্জের লক্ষণাবন্দ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে উঠানবৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৪টায় গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আশফাক আহমদের বাড়িতে স্থানীয় বিএনপি, অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে যোগ দেন।

মূল বক্তব্যে এমরান চৌধুরী বলেন, নির্বাচিত হলে লক্ষণাবন্দ ইউনিয়নসহ পুরো এলাকায় টেকসই রাস্তা উন্নয়ন, খেলার মাঠ সংস্কার এবং যুব সমাজের অগ্রগতির জন্য নতুন সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হবে। তার কথা অনুযায়ী, জনগণের অধিকার পুনরুদ্ধারই বিএনপির মূল লক্ষ্য; মানুষকে কেন্দ্র করেই তাদের রাজনীতি।

আলোচনায় সভাপতিত্ব করেন লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির সহসভাপতি জুসেদ আহমদ। সঞ্চালনায় ছিলেন সিলেট ল’ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আবিদুল হক সাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক এস এ রিপন, লক্ষণাবন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী ওজি মোহাম্মদ কাওসার, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, সাবেক জেলা ছাত্রদলের সহসভাপতি সুহেদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ ও রাজন আহমদ, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য কয়েস আহমদ এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আশফাক আহমদ।

এ ছাড়া ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক সুমেল আহমদ, ওয়ার্ড সহসাধারণ সম্পাদক সুহেল আহমদ, সহক্রীড়া সম্পাদক মিনহাজুর রহমান ও ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি দিপু আহমদসহ অনেকে অংশ নেন।

বক্তারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এমরান আহমদ চৌধুরীর পক্ষে সমর্থন জোরদারের কথা বলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: