সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বুধবার, ৫ নভেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

তিন ভুয়া বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস শনাক্ত

ডেইলি সিলেট ডেস্ক ::

বাংলাদেশে তিনটি ভুয়া বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনার তথ্য পেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে শিক্ষার্থীদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে কমিশন। সরকার বা ইউজিসির কোনো অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ডিগ্রি দিচ্ছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

ইউজিসি জানিয়েছে, সংশ্লিষ্ট তিনটি ভুয়া বিশ্ববিদ্যালয় হলো—আমেরিকা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, ইউএসএ; ট্রিনিটি ইউনিভার্সিটি, ইউএসএ; এবং স্পিরিচুয়াল ইনস্টিটিউট অব নিউইয়র্ক (স্টেট ইউনিভার্সিটি)। এ বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশে কোনো শাখা ক্যাম্পাস স্থাপনের অনুমোদন পায়নি।

সম্প্রতি বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড আমেরিকা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, ইউএসএ এবং ট্রিনিটি ইউনিভার্সিটি, ইউএসএর দুজন শিক্ষার্থীর সনদ যাচাইয়ের জন্য ইউজিসিতে আবেদন করে। সনদ যাচাইয়ের সময়ই এই ভুয়া বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম সম্পর্কে অবগত হয় কমিশন।

শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত বিদেশি বিশ্ববিদ্যালয়ের তালিকা পর্যালোচনায় দেখা গেছে, উল্লিখিত বিশ্ববিদ্যালয়গুলোর নামে কোনো প্রকল্প বা প্রস্তাব ইউজিসির কাছে নেই। ফলে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সম্পূর্ণ বেআইনি বলে জানিয়েছে কমিশন।

ইউজিসি জানিয়েছে, দেশে অনুমোদনবিহীন বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস, টিউটোরিয়াল সেন্টার ও স্টাডি সেন্টার পরিচালনার অভিযোগ দীর্ঘদিন ধরেই পাওয়া যাচ্ছে। এসব প্রতিষ্ঠান ব্যাচেলর, মাস্টার্স, এমবিএ, এমপিএইচ, এমফিল ও পিএইচডিসহ বিভিন্ন ডিগ্রি দিচ্ছে—যা আইনত অবৈধ।

অর্থের বিনিময়ে এসব প্রতিষ্ঠান থেকে সনদ নিয়ে অনেক শিক্ষার্থী প্রতারিত হচ্ছেন। তাদের ভবিষ্যৎ ঝুঁকিতে পড়ছে বলে জানায় ইউজিসি।

দ্রুত এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর কাছে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: