cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
বাংলা গানের কিংবদন্তিসম সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের জন্মদিন আজ (৪ সেপ্টেম্বর)। দেশে-বিদেশে অসংখ্য অনুরাগী বিভিন্ন মাধ্যমে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আজ যেন সাবিনা ইয়াসমিনময়। এই উপলক্ষে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানও শুভেচ্ছা জানিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে শাকিব খান তার ব্যক্তিগত ফেসবুকে একটি আবেগঘন বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি লিখেছেন, ‘অদ্ভুত এক মায়া আছে তার কণ্ঠে যা ছুঁয়ে যায় ভোরের আলোতেও, আবার রাতের নিস্তব্ধতাতেও। কখনো পুরোনো দিনের সিনেমার গানে, কখনো রেডিওর আড়ালে, কিংবা আমাদের জীবনের অনুরণনে, তবুও হৃদয়ে অমলিন এক নাম, সাবিনা ইয়াসমিন।’
তিনি আরও উল্লেখ করেন, ‘প্রজন্ম বদলেছে, সময়ের পালাবদল ঘটেছে, প্রযুক্তি এনেছে নতুন যুগ। কিন্তু তার কণ্ঠের আবেদন আজও সমান জনপ্রিয়, সমান প্রাসঙ্গিক। ৫০ বছর আগের গাওয়া তার কোনো গান শুনলেও আজও মন ছুঁয়ে যায়, হৃদয় শীতল হয়ে ওঠে।’
সাবিনা ইয়াসমিনের শিল্পীজীবনের দীর্ঘ পথচলায় তার অমলিন অবদানের কথা উল্লেখ করে শাকিব খান শেষ করেন তার শুভেচ্ছাবার্তা দিয়ে। তিনি লেখেন, ‘গানের এই কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ম্যাডামের জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সুস্থ থাকুন, দীর্ঘায়ু হন—এ কামনাই করি।’