cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
প্রবাস ডেস্ক ::
লন্ডনে বিপুল উৎসাহ-উদ্দীপনা আর টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো বহুল প্রতীক্ষিত সিটি কাপ চ্যাম্পিয়নশিপ ২০২৫। সেমিফাইনাল থেকে শুরু করে মেগা ফাইনাল পর্যন্ত খেলা ছিলো রোমাঞ্চ, উল্লাস আর ক্রিকেটীয় আবেগে ভরপুর।
২৬ আগস্ট মঙ্গলবার লন্ডনের নিউবারি পার্কের ফোর্ড স্কয়ার মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে বার্মিংহাম বেঙ্গল টাইগারসকে ৫৫ রানে হারিয়ে ফাইনালে ওঠে নর্থ লন্ডন ইউনাইটেড। অপর সেমিফাইনালে মাইটি টাইগার্সকে হারিয়ে এবিএম মৌলভীবাজার জায়গা করে নেয় শিরোপা লড়াইয়ে।
ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে নেমে নর্থ লন্ডনের অধিনায়ক রাসেল আহমদের দল ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১০৯ রান। সহজ লক্ষ্য তাড়ায় ব্যাট হাতে নেমে চাপের মুখে পড়ে এবিএম মৌলভীবাজার। জাতীয় দলের তারকা সাব্বির রহমান মাত্র ১১ রান করে আউট হলে পরিস্থিতি আরও কঠিন হয়ে যায়। তবে মুনিরের ঝড়ো ৪৪ রান ও টিপুর ১৮ রানের ইনিংসে দল কিছুটা আশার আলো দেখলেও শেষ পর্যন্ত মৌলভীবাজার থামে ১০৫ রানে।
শেষ ওভারেই গড়ায় নাটকীয় সমীকরণ—জয়ের জন্য প্রয়োজন ১১ রান। বল হাতে ছিলেন বিপিএল সিলেট স্ট্রাইকার্সের তারকা বোলার রুয়েল মিয়া, যিনি ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি। শেষ বলে প্রয়োজন ছিল ৫ রান, কিন্তু রুয়েলের নিখুঁত ইয়র্কারে ব্যাটসম্যান অসহায় হয়ে পড়েন। আর সেই মুহূর্তেই ইতিহাস গড়ে নর্থ লন্ডন ইউনাইটেড।
চ্যাম্পিয়ন ২০২৫ – নর্থ লন্ডন ইউনাইটেড।
খেলা শেষে পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন সিপিএএম ইউকের সভাপতি কাউন্সিলর সালেহ আহমদ, সহ-সভাপতি আখলাসুল মুমিন ও নোমান আহমেদ দুয়েল, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক সাংবাদিক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সাবেক সভাপতি আব্দুস সালাম, স্পন্সর ফ্লাইভিউ ট্রাভেলসের স্বত্বাধিকারী মো. বশির আহমদ এবং এবিএম মৌলভীবাজারের জুয়েল আহমেদ।
আতশবাজির ঝলক, উল্লাস আর আনন্দে ভরে ওঠে পুরো লন্ডনের আকাশ, যা উপস্থিত হাজারো দর্শকের মনে অমলিন স্মৃতি হয়ে থাকবে।