সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
শুক্রবার, ১১ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

গাজায় ইসরায়েলি অভিযান: এক দিনে নিহত ১৩৮ ফিলিস্তিনি

ডেইলি সিলেট ডেস্ক ::

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা অভিযানে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত আরও ১৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬২৫ জন। শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, চলমান অভিযানে গাজায় গত ২১ মাসে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ২৬৮ জনে। আহত হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ১৭৩ জন। তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের দাবি, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন, যাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকেই গাজায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ওই দিন গাজার শাসকগোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে ১ হাজার ২০০ জনকে হত্যা ও ২৫১ জনকে জিম্মি করে। এর জবাবে ওইদিন থেকেই গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, প্রথম দফার অভিযানে মোট ৫৪ হাজার ৯২৭ জন ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ২৬ হাজার ২২৭ জন আহত হন।

মধ্যস্থতাকারী দেশগুলোর চাপের মুখে চলতি বছরের ১৯ জানুয়ারি ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করলেও গত ১৮ মার্চ থেকে আবারও দ্বিতীয় দফার অভিযান শুরু হয়। এই নতুন অভিযানে এখন পর্যন্ত আরও ৬ হাজার ৭১০ জন নিহত এবং প্রায় ২৩ হাজার ৫৮৪ জন আহত হয়েছেন।

এদিকে হামাসের হাতে থাকা ২৫১ জন জিম্মির মধ্যে অন্তত ৩৫ জন এখনও জীবিত বলে ধারণা করা হচ্ছে। সামরিক অভিযান চালিয়েই তাদের উদ্ধার করার ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: