সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশিরা ‘আইএসকে অর্থ পাঠাত’

ডেইলি সিলেট ডেস্ক ::

সিরিয়া ও বাংলাদেশে ইসলামিক স্টেট (আইএস)-এর তহবিলে অর্থ পাঠানোর অভিযোগে মালয়েশিয়ায় গ্রেপ্তার হওয়া ৩৬ জন বাংলাদেশির বিরুদ্ধে তদন্ত করছে দেশটির পুলিশ।

শুক্রবার (৪ জুলাই) কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ খালিদ ইসমাইল জানান, চলতি বছরের এপ্রিল থেকে শুরু হওয়া ধারাবাহিক অভিযানে এই বাংলাদেশিদের আটক করা হয়। তারা মূলত নির্মাণ, কারখানা ও সেবা খাতে কাজ করতেন।

খালিদ ইসমাইল বলেন, “এই চক্র সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাপ ব্যবহার করে উগ্রবাদী মতবাদ প্রচার করছিল। তারা ‘গেরাকান মিলিটান র‌্যাডিকাল বাংলাদেশ’ (জিএমআরবি) নামে একটি সংগঠনের ব্যানারে কাজ করছিল।”

এই চক্র হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে সদস্য সংগ্রহ করত, যেখানে সদস্য সংখ্যা ১০০ থেকে ১৫০ জনের মতো ছিল বলে জানায় পুলিশ। প্রত্যেক সদস্যকে বছরে ৫০০ রিংগিত (প্রায় ১৩ হাজার টাকা) ‘ফি’ দেওয়ার কথাও জানায় মালয়েশিয়ার গোয়েন্দারা।

তাদের কাছে থাকা আন্তর্জাতিক মানি ট্রান্সফার সেবা ও ই-ওয়ালেট ব্যবহার করে সিরিয়া ও বাংলাদেশে অর্থ পাঠানোর প্রমাণও পেয়েছে মালয়েশিয়ার পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কাউন্টার টেরোরিজম ইউনিট।

পুলিশ প্রধান জানান, আটকদের মধ্যে পাঁচ জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগে মামলা হয়েছে। ১৫ জনকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। বাকি ১৬ জন পুলিশের হেফাজতে থাকলেও তাদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

আন্তর্জাতিক জঙ্গি সংস্থাগুলোর সঙ্গে এই চক্রের সরাসরি যোগাযোগ ছিল কি না, সে বিষয়েও তদন্ত চলছে বলে জানান খালিদ ইসমাইল। এ নিয়ে মালয়েশিয়া পুলিশ ইন্টারপোল ও অন্যান্য দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: