সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’ কংগ্রেসে পাস, সামনে আইনে রূপ নেয়ার অপেক্ষা

ডেইলি সিলেট ডেস্ক ::

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত ‘বিগ বিউটিফুল বিল’ শেষ পর্যন্ত কংগ্রেসের চূড়ান্ত বাধাও অতিক্রম করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ জুলাই) কংগ্রেসের রিপাবলিকান-নিয়ন্ত্রিত নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অল্প ভোটের ব্যবধানে কর হ্রাস এবং সরকারি ব্যয়ের বিশাল এই প্যাকেজ পাস হয়।

২১৮-২১৪ ভোটে বিলটি পাস হওয়ার পর এতে সই করেন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন। এই বিলকে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক জয় হিসেবে দেখা হচ্ছে।

বিলটি নিয়ে রিপাবলিকান দলেই ছিল তীব্র বিতর্ক ও মতবিরোধ। তবে শেষ মুহূর্তে সমর্থন আদায় করতে সক্ষম হন ট্রাম্প। পরে তিনি পার্টির সিনিয়র নেতাদের ধন্যবাদ জানান। এখন প্রেসিডেন্ট হিসেবে তার স্বাক্ষরের পরই এটি আইনে পরিণত হবে।

এর আগে মঙ্গলবার উচ্চকক্ষ সিনেটেও বিলটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে পাস হয়। ৫০-৫০ সমান ভোট পড়ায় ‘টাই’ ভাঙেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, যার ফলে ৫১-৫০ ব্যবধানে বিলটি পাস হয়। এই ভোটে ডেমোক্র্যাটদের ৪৭ সদস্য ছাড়াও তিনজন রিপাবলিকান সদস্য বিলটির বিপক্ষে ভোট দেন।

বিলে কী আছে?

বিলে কর হ্রাসের পাশাপাশি সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় কমানোর প্রস্তাব রাখা হয়েছে। একইসঙ্গে সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানো ও সীমান্ত নিরাপত্তা জোরদারে ব্যয় বাড়ানোর প্রস্তাব রয়েছে।

এটি মূলত ২০১৭ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে দেয়া কর ছাড়ের সম্প্রসারিত রূপ। তবে বিতর্কিতভাবে এই বিলের মাধ্যমে কম আয়ের মার্কিন নাগরিকদের জন্য ‘মেডিকেইড’ স্বাস্থ্যসেবা কর্মসূচি ও খাদ্য সহায়তা খাতে প্রায় ৯৩ হাজার কোটি ডলার ব্যয় ছাঁটাইয়ের কথা বলা হয়েছে। এতে বিপুলসংখ্যক আমেরিকান স্বাস্থ্য বিমার বাইরে চলে যাবেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বিলটি আইন হিসেবে কার্যকর হলে আগামী নির্বাচনের আগে এটি যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও সামাজিক নিরাপত্তা কাঠামোয় বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের মত।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: