সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ভারতে ওষুধ কারখানায় বিস্ফোরণ: নিহত ৩৫, উদ্ধার অভিযান চলছে

ডেইলি সিলেট ডেস্ক ::

ভারতের তেলেঙ্গানায় একটি ফার্মাসিউটিক্যাল কারখানায় ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৫ জন। আহত হয়েছেন আরও অন্তত ২২ জন, যাদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

সোমবার (৩০ জুন) সকালে সাঙ্গারেড্ডি জেলার পাশামইলারাম শিল্প এলাকায় অবস্থিত ‘সিগাচি ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড’ নামের ওই কারখানায় বিস্ফোরণ ঘটে। এতে কারখানার তিনতলা ভবন সম্পূর্ণ ধসে পড়ে। বিস্ফোরণের সময় ভবনের ভেতরে প্রায় ৬৫ জন শ্রমিক কাজ করছিলেন।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কারখানার চুল্লি ফেটে এই বিস্ফোরণের সূত্রপাত হয়। যদিও চূড়ান্ত কারণ জানতে ফরেনসিক দল কাজ শুরু করেছে। বিস্ফোরণের পর গোটা এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ধোঁয়ার তীব্রতা ও ধ্বংসের চিত্র ফুটে উঠেছে। সকাল ৯টা ৩৭ মিনিটে দমকল বিভাগ খবর পাওয়ার পর ১১টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিস্ফোরণে ভবনের ধ্বংসস্তূপে অনেক শ্রমিক আটকে পড়েন। এখনো উদ্ধার অভিযান চলছে, ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে ১৫টি মরদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে, তবে শনাক্ত করা গেছে মাত্র চারজনকে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে বাকিদের পরিচয় শনাক্তে কাজ করছে ওসমানিয়া জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ দল।

সিগাচি কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণে কারখানার মূল উৎপাদন কাঠামো ধসে পড়ায় সাময়িকভাবে সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী দামোদর রাজানরসিংহ এ ঘটনাকে ‘গভীর দুঃখজনক ও দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেন এবং আহতদের চিকিৎসায় সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

সরকারি সূত্র জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়া হবে এবং তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: