সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

যুক্তরাষ্ট্রে বিস্ফোরণের পর মুহূর্তেই ধসে পড়ল ৩ ভবন, নিহত ১

ডেইলি সিলেট ডেস্ক ::

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ভয়াবহ এক বিস্ফোরণে ধসে পড়েছে তিনটি ভবন। স্থানীয় সময় রোববার (২৯ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত একজন নিহত এবং দুজন নারী গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ফিলাডেলফিয়া দমকল বিভাগ সূত্রে জানা গেছে, ভোর ৪টা ৫০ মিনিটে ‘১৯০০ ওয়েস্ট ব্রিস্টল স্ট্রিটে’ বিস্ফোরণের খবর পায় তারা।

দমকল বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান ড্যানিয়েল ম্যাককার্টি জানান, পাশাপাশি থাকা তিনটি ভবন একে অপরের ওপর বিস্ফোরণের ফলে ধসে পড়ে এবং এরপর আগুন ধরে যায়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলে বেশ কয়েকজন আটকা পড়েছিলেন। উদ্ধারকর্মীরা দুইজন বয়স্ক নারীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পরে ঘটনাস্থলে একজনের মৃত্যু নিশ্চিত করে দমকল বিভাগ। তবে হতাহতের বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

বিস্ফোরণের উৎসস্থল বলে ধারণা করা বাড়িটির কাছাকাছি আরেকটি ধসের ঘটনা ঘটে, এতে আশপাশের আরও অন্তত পাঁচটি সারিবদ্ধ ভবন ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: