cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
গাজা যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদী মন্তব্য করায় এবার বিস্ময় প্রকাশ করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। তারা এ বক্তব্যকে ‘রাজনৈতিক কল্পনাবিলাস’ হিসেবে উল্লেখ করেন। খবর আনাদোলু এজেন্সির।
যুদ্ধবিরতি এবং বন্দিবিনিময় নিয়ে যুক্ত আলোচনায় থাকা নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তা রোববার (২৯ জুন) জানান, হামাস ও ইসরায়েলের নেতানিয়াহু সরকারের মধ্যে অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ফলে আপাতত যুদ্ধবিরতির সম্ভাবনা অনিশ্চিতই রয়ে গেছে।
তারা আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রশাসন একটি পূর্ণ চুক্তিকে সমর্থন করে। যে চুক্তিতে যুদ্ধবিরতি, ইসরায়েলি বন্দিদের মুক্তি এবং যুদ্ধের শেষ থাকবে। যাতে ওই অঞ্চলে সম্পর্ক স্বাভাবিককরণ প্রক্রিয়া আরও বিস্তৃত করা সম্ভব হয়।
সম্প্রতি ট্রাম্প বলেন, ‘আমরা মনে করি, আগামী এক সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি হবে।’ তবে হোয়াইট হাউসের কর্মকর্তারাও স্বীকার করেছেন, ট্রাম্প এই বক্তব্য কোন ভিত্তিতে দিয়েছেন, তা তারা জানেন না।
মার্কিন প্রশাসনের সূত্র অনুযায়ী, বন্দিবিনিময় চুক্তি নিয়ে এখন পর্যন্ত তেমন কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। যদিও কাতার ও মিসরের মধ্যস্থতায় আলোচনা চলছে বলে জানা গেছে।
এদিকে ট্রাম্পের দূত স্টিভ উইটকফের মধ্যপ্রাচ্য সফরের খবরকেও ‘ভিত্তিহীন’ দাবি করে প্রত্যাখ্যান করেছে সংশ্লিষ্ট পক্ষগুলো।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্প সম্ভবত ইরান-ইসরায়েলের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে উদ্ভূত সুযোগকে রাজনৈতিকভাবে কাজে লাগাতে চাইছেন।