সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

তারেক-ইউনূস বৈঠক ষড়যন্ত্রকারীদের কফিনে শেষ পেরেক: প্রেস সচিব

ডেইলি সিলেট ডেস্ক ::

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার বৈঠককে ‘ষড়যন্ত্রকারীদের কফিনে শেষ পেরেক’ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “দেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেতা ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার মধ্যে অনুষ্ঠিত ঐতিহাসিক বৈঠকটি একটি গেম ওভার মুহূর্ত। এটি ষড়যন্ত্রকারীদের শেষ ধাক্কা।”

প্রেস সচিব জানান, যুক্তরাজ্য সফরে অধ্যাপক ইউনূস ব্রিটিশ রাজা চার্লসের কাছ থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করেছেন এবং তাঁর সঙ্গে ৩০ মিনিটের একান্ত বৈঠকও হয়েছে। এটি ‘জুলাই বিপ্লব’ ও দেশে চলমান রাজনৈতিক পরিবর্তনের আন্তর্জাতিক স্বীকৃতি বলেও দাবি করেন তিনি।

শফিকুল আলম আরও বলেন, যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীর্ষ এক সহযোগীর ৩২০টি সম্পত্তি জব্দ করেছে, যার মূল্য প্রায় ১৭০ মিলিয়ন মার্কিন ডলার। এনসিএ এটিকে সংস্থাটির ‘একক বৃহত্তম সম্পত্তি জব্দ অভিযান’ হিসেবে উল্লেখ করেছে।

তিনি বলেন, “এটি দুর্নীতিবাজ রাজনীতিক, ব্যবসায়ী ও কর্মকর্তাদের জন্য একটি স্পষ্ট বার্তা এবং অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সম্পদ পুনরুদ্ধার অভিযানের বড় সাফল্য।”

প্রেস সচিব জানান, সফরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও দুদক চেয়ারম্যানসহ শীর্ষ কর্মকর্তারা ব্রিটিশ মন্ত্রী ও আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠক করেছেন, যা ভবিষ্যতে আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধারে নতুন দ্বার খুলবে।

রোহিঙ্গা সংকট নিয়েও এই সফরে আশাব্যঞ্জক অগ্রগতি হয়েছে বলেও মন্তব্য করেন শফিকুল আলম।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: