সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ‘অ্যাডভান্সড কোর্স অন মিডিয়া ম্যানেজমেন্ট’-এর উদ্বোধন

ডেইলি সিলেট ডেস্ক ::

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে চার সপ্তাহব্যাপী “Advanced Course on Media Management” শীর্ষক প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার) ইনস্টিটিউটের সেমিনার কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

প্রধান অতিথির বক্তব্যে সচিব মাহবুবা ফারজানা বলেন, “জুলাই বিপ্লবোত্তর সময়ে গণমাধ্যমে ইতিবাচক পরিবর্তন সূচিত হয়েছে। এই পরিবর্তন ভবিষ্যতে জনগণের ক্ষমতায়ন, মানবাধিকার প্রতিষ্ঠা ও একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।” তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, “বিগত ১৬ বছর তথ্যের অবাধ প্রবাহ না থাকায় জনগণ সঠিক তথ্য থেকে বঞ্চিত হয়েছে। এখন অপতথ্য প্রতিরোধে মিডিয়া পেশাজীবীদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মো. কাউসার আহাম্মদ। তিনি বলেন, “সমতাভিত্তিক ও জবাবদিহিমূলক বাংলাদেশ বিনির্মাণে এই প্রশিক্ষণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখান থেকে অর্জিত জ্ঞান ও সৃজনশীলতা ব্যবহার করে প্রশিক্ষণার্থীরা যেন সমাজে বাস্তব পরিবর্তন আনতে পারেন, সেটিই আমাদের প্রত্যাশা।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ অনুষ্ঠান) ও পাঠ্যধারা উপদেষ্টা ড. মো. মারুফ নাওয়াজ এবং পাঠ্যধারা পরিচালক মোহাম্মদ আবু সাদেক।

কোর্সটিতে সরকারি বিভিন্ন দপ্তরের মিডিয়া ও গণসংযোগ বিভাগের ১২ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। কোর্সটি আগামী চার সপ্তাহব্যাপী চলবে এবং প্রশিক্ষণার্থীদের মিডিয়া ব্যবস্থাপনায় আধুনিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: