সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

জিগাতলা এলাকা ছেড়েছেন সাবেক বিডিআর সদস্যরা

ডেইলি সিলেট ডেস্ক ::

ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের সামনে অবস্থান নেওয়া পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা তাদের কর্মসূচি স্থগিত করেছেন। বিজিবি মহাপরিচালকের অনুপস্থিতিতে তার কার্যালয়ে স্মারকলিপি পৌঁছানো হয়েছে— এমন আশ্বাসে আজকের মতো পিলখানার ৪নং গেটের সামনে থেকে সরে যান তারা।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন কর্মসূচিতে আসা চাকরিচ্যুত বিডিআর সদস্য তারেক আজিজ।

তিনি বলেন, আমরা সশরীরে স্মারকলিপি দিতে চেয়েছিলাম। কিন্তু আমাদের ঢুকতে দেওয়া হয়নি। তবে স্মারকলিপি গ্রহণ করে তা ডিজি কার্যালয়ে পৌঁছানো হয়েছে বলে আশ্বস্ত করা হয়েছে। রমনার ডিসি মাসুদ আলম প্রায় পুরো সময়টা আমাদের সঙ্গে ছিলেন। তিনি এও জানিয়েছেন- বিজিবি মহাপরিচালক সদর দপ্তরের বাইরে রয়েছেন। তাই আমরা ফিরে যাচ্ছি। পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পযর্ন্ত কর্মসূচি স্থগিত করা হয়েছে।

এর আগে ঘোষণা দিয়ে সকাল সাড়ে ১০টা থেকে ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত পাঁচ শতাধিক সাবেক বিডিআর সদস্য জিগাতলা ও এর আশপাশে অবস্থা নেন। এ কর্মসূচিকে ঘিরে পিলখানার সামনে জিগাতলা বিজিবি ৪নং গেট এলাকায় নিরাপত্তা ব্যাপক জোরদার করা হয়। এ অবস্থান কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে ও নিরাপত্তা নিশ্চিতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ছাড়াও মোতায়েন করা হয় সেনাবাহিনী ও বিজিবি সদস্য। দেখা গেছে রায়টকার ও জলকামানও।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: