সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

একটি শক্তি ক্ষমতায় থাকার জন্য নতুন নতুন পন্থা বের করছে: আমীর খসরু

ডেইলি সিলেট ডেস্ক ::

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি শক্তি ক্ষমতায় থাকার জন্য নতুন নতুন কৌশল অবলম্বন করছে, তবে ফ্যাসিস্টরা আর দাঁড়িয়ে থাকতে পারবে না। তিনি বলেন, এই শক্তিও যেন দাঁড়াতে না পারে, সেজন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত রয়েছে।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরের মেহেদীবাগে নিজ বাসভবনে ঈদ উপলক্ষে নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময়ের সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। সেখানে আয়োজিত মেজবানে বিএনপি, এর সহযোগী ও অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন এবং নানা ধরনের খাবারের আয়োজন করা হয়।

এসময় সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘‘ফ্যাসিজম মুক্ত বাংলাদেশকে কেউ যেন পরিবর্তন করতে না পারে। কোনো ফ্যাসিস্ট শক্তি বা অন্য কোনো অপশক্তি যেন এটি করতে না পারে।’’

ফ্যাসিজমের পতনের পর দেশে নির্বাচনী হাওয়া বইছে বলে উল্লেখ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘‘আজ সবাই আনন্দ এবং উৎসাহে ভরপুর। উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। গণতন্ত্রের প্রকৃত স্বাদ পাওয়া শুরু হয়েছে, তবে পুরোপুরি নয়। এখন নির্বাচনী পরিবেশ দৃশ্যমান, সবার মধ্যে নির্বাচনের জন্য আগ্রহ ও উৎসাহ রয়েছে।’’

বিগত ১৬-১৭ বছরের সংগ্রামের কথা তুলে ধরে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘‘আমরা স্বাধীনতা, গণতন্ত্রের জন্য লড়াই করেছি। মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে, তারা তাদের নির্বাচিত প্রতিনিধি দ্বারা পরিচালিত সরকারের অধীনে থাকবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এ আকাঙ্ক্ষা পূরণের জন্য মানুষ প্রতিনিয়ত অপেক্ষা করছে। আজকের পরিবেশ গত কয়েক বছরের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। এটা হলো বাংলাদেশ এবং এটি এইভাবে রাখতে হবে।’’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: