সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেট জেলা ও মহানগর জাসদ’র ইফতার মাহফিল

বাংলাদেশ জাসদ এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জননেতা নজমূল হক প্রধান বলেছেন, দেশকে বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে, যে লক্ষ্য নিয়ে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে তাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে। দেশকে বিভক্ত হতে দেওয়া যাবে না। আমরা এক ফ্যাসিস্ট বিদায় করে অন্য ফ্যাসিস্ট এর কাছে দেশকে তুলে দিতে পারি না। মব জাস্টিসের মধ্য দিয়ে নতুন ফ্যাসিস্ট প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। আমরা বিগত সরকারের আমলে সকল অপকর্মের বিচার চাই। দ্রুত খুনি, লুটেরা ফ্যাসিস্টদের বিচার যেমন চাই, তেমনি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার পথকেও সুগম করতে চাই। এ লক্ষ্য দেশের সকল গণতান্ত্রিক, রাজনৈতিক, সামাজিক, প্রগতিশীল শক্তির ঐক্য আমরা অবশ্যই গড়ে তুলবো।

তিনি সোমবার (১৭ মার্চ) নগরীর মিরবক্সটুলা এলাকায় একটি অভিজাত হোটেলের হলরুমে বাংলাদেশ জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সমতা, ন্যায়বিচার ও সকল ধর্ম-বর্ণের মানুষের নিরাপদ বাসযোগ্য গণতান্ত্রিক, শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ জাসদ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট মহানগরের সভাপতি এড. জাকির আহমদের সভাপতিত্বে ও সিলেট জেলা জাসদের সহ-সভাপতি লালমোহন দেব এর পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য মনজুর আহমদ মনজু, কেন্দ্রীয় নেতা রোকনুজ্জামান রোকন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বামগণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের আহ্বায়ক আবু জাফর, সিপিবি সিলেটের সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামসুল বাছিত শেরো, বিপ্লবী কমিউনিস্ট লীগ সিলেটের সাধারণ সম্পাদক সিরাজ আহমেদ, সাম্যবাদ্য আন্দোলন সিলেটের সদস্য এডভোকেট মহীতোষ দেব মলয়, বাসদ মৌচাক সিলেটের সমন্বয়ক (মার্কসবাদী) সঞ্জয় কান্তি দাস, গণসংহতি আন্দোলনের সংগঠক নিগাত সাদিয়া তিথি। উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাসদ সিলেট জেলার সাধারণ সম্পাদক এডভোকেট ছয়ফুল আলম, মহানগর জাসদের সাধারণ সম্পাদক নাজাত কবির, জেলার যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন, খছরুর রহমান, জসীম উদ্দীন, মাহবুব, আব্দুল আজিজ রোকন, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জননেতা গিয়াস উদ্দিন, প্রদ্যুৎ চৌধুরী, জহির রায়হান, প্রবির দে, সিপিবির সাধারণ সম্পাদক খয়রুল ইসলাম, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মনীষা ওয়াহিদ, শ্রমিক নেতা সঞ্জিত কুমার চন্দ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সহ সভাপতি সুমিত কান্তি দাস, জাসদ নেতা শৈলেন তালুকদার, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড হরিধন দাস, সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: