সর্বশেষ আপডেট : ৪১ মিনিট ৪১ সেকেন্ড আগে
বুধবার, ১২ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

অবসরের ঘোষণা দিলেন মুশফিকুর রহিম

স্পোর্টস ডেস্ক ::

শেষ পর্যন্ত গুঞ্জনটাই সত্যি হলো। দীর্ঘ ১৯ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। চ্যাম্পিয়নস ট্রফিতে তার পারফরম্যান্স নিয়ে আলোচনা চলছিল, সেই সঙ্গে গুঞ্জন উঠেছিল তিনি শিগগিরই ওয়ানডে থেকে অবসর নিতে পারেন। এবার নিজেই সে ঘোষণা দিলেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন বার্তায় মুশফিক লিখেছেন, ‘আমি আজ থেকে ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিচ্ছি। আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য কৃতজ্ঞ। হয়তো বিশ্ব ক্রিকেটে আমাদের অর্জন খুব বেশি নয়, তবে আমি গর্ব করে বলতে পারি—দেশের জার্সি গায়ে মাঠে নামলে শতভাগের বেশি দেওয়ার চেষ্টা করেছি। সততা ও নিষ্ঠার সঙ্গে খেলেছি।’

অবসরের ঘোষণার সময় মুশফিক জানান, সাম্প্রতিক সময়টা তার জন্য কঠিন ছিল এবং সবকিছু বিবেচনা করেই তিনি ওয়ানডে থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি কোরআনের একটি আয়াত উল্লেখ করে লেখেন, ‘আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন, আবার যাকে ইচ্ছা অপমানিত করেন।’

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান ছিলেন মুশফিক। তবে চ্যাম্পিয়নস ট্রফিতে তার পারফরম্যান্স হতাশাজনক ছিল। দুই ম্যাচে যথাক্রমে ০ ও ২ রান করেন। সবশেষ তিন ইনিংসেই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। সবশেষ ফিফটি করেছিলেন ৬ ইনিংস আগে, যা ছিল গত বছরের ১৩ মার্চ, শ্রীলঙ্কার বিপক্ষে।

তবে তার ওয়ানডে ক্যারিয়ারের পরিসংখ্যান তাকে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে তুলে ধরে। ২০০৬ সালে ওয়ানডে অভিষেকের পর ১৯ বছরে বাংলাদেশের হয়ে ২৭৪ ম্যাচের ২৫৬ ইনিংসে ব্যাট করে ৭,৭৯৫ রান করেছেন। ৯টি সেঞ্চুরি ও ৪৯টি ফিফটি করেছেন। তার সর্বোচ্চ ইনিংস ১৪৪ রান, গড় ৩৬.৪২।

বিদায়ী বার্তায় মুশফিক তার পরিবার, বন্ধু ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘শেষে, আমি আমার পরিবার, বন্ধু এবং সেইসব অসংখ্য ভক্তকে ধন্যবাদ জানাতে চাই, যাদের ভালোবাসায় আমি ১৯ বছর ক্রিকেট খেলেছি।’

মুশফিকুর রহিমের এই সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেটে এক বড় অধ্যায়ের সমাপ্তি টানল। টেস্ট ও টি-টোয়েন্টিতে খেলা চালিয়ে যাবেন কি না, তা নিয়ে এখনো কিছু বলেননি তিনি। তবে ওয়ানডে থেকে তার বিদায়ে টাইগার ভক্তদের মনে নস্টালজিয়া কাজ করবে নিঃসন্দেহে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: